বাংলা নিউজ > ঘরে বাইরে > Same Sex Marriage: সমলিঙ্গের বিয়ে নিয়ে এবার নিজেদের অবস্থান জানালেন RSS নেতা
পরবর্তী খবর
Same Sex Marriage: সমলিঙ্গের বিয়ে নিয়ে এবার নিজেদের অবস্থান জানালেন RSS নেতা
1 মিনিটে পড়ুন Updated: 14 Mar 2023, 05:00 PM ISTSatyen Pal
সম্প্রতি রাহুল গান্ধী লন্ডনে আরএসএসকে নিশানা করে জানিয়েছেন, এটি একটি মৌলবাদী ফ্য়াসিস্ট সংগঠন। ভারতের একাধিক প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে ভারতের গণতান্ত্রিক চরিত্রকে বদলে দিচ্ছে আরএসএস।
সমলিঙ্গের বিয়ে নিয়ে এবার নিজেদের অবস্থান জানালেন আরএসএস নেতা। প্রতীকী ছবি : রয়টার্স
অনিরুদ্ধ ধর
সমলিঙ্গে বিবাহের বৈধতা আবেদনে সুপ্রিম কোর্টে আপত্তি জানিয়েছিল কেন্দ্র। তবে এবার এনিয়ে মুখ খুলেছেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। তিনি মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন সমলিঙ্গের বিবাহ নিয়ে সংগঠন কেন্দ্রের অবস্থানের সঙ্গে একমত। তাঁর মতে কেবলমাত্র বিপরীত লিঙ্গের মাধ্য়মে বিবাহ হওয়া সম্ভব। সমলিঙ্গের মধ্য়ে কখনই নয়।
এদিকে সমলিঙ্গের বিবাহকে বৈধতার জন্য সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করা হয়েছিল। তবে কেন্দ্রের তরফে সমস্ত আবেদনেই আপত্তি করা হয়েছে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে এই ধরনের বিয়ে হলে সামাজিক মূল্য়বোধকে একেবারে ছারখার করে দেবে। এদিকে সোমবার গোটা বিষয়টি পাঁচজন বিচারকের বেঞ্চের কাছে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে আরএসএসের অন্য়তম শীর্ষ নেতা হোসাবালে সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে দাবি করেছেন, কেবলমাত্র বিপরীত লিঙ্গের দুজনের মধ্য়ে বিয়ে হওয়া সম্ভব। সেম সেক্স ম্যারেজ নিয়ে কেন্দ্র যে অবস্থান নিয়েছে তার সঙ্গে একমত আরএসএস।
এদিকে এর আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরএসএসের সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গে আরএসএস নেতা জানিয়েছেন, আমার মনে হয় এনিয়ে মন্তব্য করার কিছু নেই। তারা তাদের রাজনৈতিক বিষয়বস্তুকে পালন করছেন। সকলেই আরএসএসের বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল। তবে বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে তাঁর দায়িত্বশীলতা থাকা দরকার।
এদিকে সম্প্রতি রাহুল গান্ধী লন্ডনে আরএসএসকে নিশানা করে জানিয়েছেন, এটি একটি মৌলবাদী ফ্য়াসিস্ট সংগঠন। ভারতের একাধিক প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে ভারতের গণতান্ত্রিক চরিত্রকে বদলে দিচ্ছে আরএসএস।
আরএসএসের জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, আগামী ২৫ বছরে ভারত শুধুমাত্র অর্থনৈতিক ও পরিকাঠামোগত ভাবে উন্নত হতে পারবে সেটাই নয়, ক্রীড়া ও সংস্কৃতিক্ষেত্রেও দেশার ব্যাপক উন্নতি হবে।