বিধানসভা নির্বাচনের ঠিক আগে আম আদমি পার্টি (আপ) পরিচালিত দিল্লির সরকারকে নিশানা করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য, দিল্লির সরকার রাজধানীর বাসিন্দাদের ন্যূনতম পরিষেবাটুকু প্রদান করতে ব্যর্থ হয়েছে।
এর জন্য বিদেশেও তাঁকে 'লজ্জিত' হতে হয় বলে দাবি করেছেন জয়শঙ্কর। তাঁকে নাকি বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করতে হয় যে ভারতের রাজধানী শহর দিল্লিতে নাগরিকরা তাঁদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত হন।
দিল্লিবাসীর কাছে জয়শঙ্করের আর্জি, এবার যেন সরকারে বদল আনার লক্ষ্যেই তাঁরা আগামী ৫ ফেব্রুয়ারি নিজেদের মতদান করেন। কারণ, জয়শঙ্করের মতে, গত এক দশক ধরে দিল্লির উন্নয়ন ব্যাহত হয়েছে এবং দিল্লি পিছিয়ে পড়েছে। তাই সরকারে বদল আনা জরুরি।
প্রসঙ্গত, দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজধানী শহরে বসবাসকারী দক্ষিণ ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশ মন্ত্রী।
'বিকশিত দিল্লি-বিকশিত ভারত' শীর্ষক সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়শঙ্কর বলেন, 'আমি যখনই কোনও বিদেশ সফরে যাই, আমি বিশ্বের কাছ থেকে একটি বিষয় লুকোই। আমি যখন বিদেশে যাই, তখন আমার এটা বলতে লজ্জা করে যে - আমাদের রাজধানীতে বসবাসকারী মানুষ আবাসন পায় না, রান্নার গ্য়াসের সিলিন্ডার পায় না, অথবা জল জীবন মিশনের অধীনে নলবাহিত পানীয় জল পায় না এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পায় না।'
বিদেশ মন্ত্রী আরও বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে গত ১০ বছরে দিল্লি পিছিয়ে পড়েছে। দিল্লির বাসিন্দাদের জল, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার, স্বাস্থ্য পরিষেবার অধিকার রক্ষা করা হচ্ছে না। এখানকার সরকার আপনাদের প্রাপ্য অধিকার দিচ্ছে না। তাই আগামী ৫ ফেব্রুয়ারি অবশ্যই ভেবে দেখবেন যে এই সরকারের বদল হওয়াটা জরুরি।'
অন্য়ান্য বিজেপি নেতা ও মন্ত্রীর মতো জয়শঙ্করও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, 'যখন থেকে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসীন হয়েছেন, ভারত সম্পর্কে বাকি বিশ্বের ভাবনা অনেকটা বদলে গিয়েছে। বিশ্ব দেখেছে, সারা পৃথিবীতে যখন মন্দা চলেছে, তখনও আমরা ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি বজায় রেখেছি।'
প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি এবং ভোট গণনা করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। একদিকে যখন দিল্লির ক্ষমতা দখল করতে বিজেপি মরিয়া, ঠিক তখনই দিল্লির বর্তমান শাসকদল আপ-এর নেতা সঞ্জয় সিং দাবি করেছেন, এবারের নির্বাচনে ৭০টির মধ্যে অন্তত ৬০টিতে জিতে ফের সরকার গড়বে আম আদমি পার্টি।