প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স-সর্বত্র সিনেমার টিকিটের দাম ২০০ টাকার মধ্যে বাঁধতে চায় কর্ণাটক সরকার। সিনেমার টিকিটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। সিদ্দারামাইয়া সরকার জানিয়েছে, তারা সিনেমার খরচ সকলের সাধ্যের মধ্যে আনতে চায়। সেই কারণেই বাজেটে এই প্রস্তাব। (আরও পড়ুন: সব পোশাক খুলে ফেলে বিমানে ২৫ মিনিট ধরে দাপাদাপি মহিলা যাত্রীর, ভাইরাল ভিডিয়ো)
আরও পড়ুন -North Korea: কিমের অত্যাচার! উত্তর কোরিয়ায় টিভি কিনলে কী হয়? বয়ান করলেন পালিয়ে আসা ব্যক্তি
শুক্রবার কর্ণাটক বিধানসভায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন। মোট ৪ লক্ষ ৮ হাজার ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে পরিকাঠামো, ধর্মীয় বরাদ্দ এবং নারী উন্নয়নের পাশাপাশি আলাদা করে জোর দেওয়া হয়েছে সিনেমার প্রসারে। সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের সমস্ত সিনেমাহলে যে কোনও সময়ের শো-এ টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। বিলাসবহুল মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। যাতে সাধারণ মানুষ সিনেমা দেখতে পারেন, তার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশের ঘূর্ণি পিচে নাহিদরা ব্যাট করতে নামার আগেই 'আউট' দলের ৩)
আরও পড়ুন: ‘বছরে একবার আসে হোলি, জুম্মার নমাজ ৫২ বার…’, পুলিশ আধিকারিকের মন্তব্যে বিতর্ক
কন্নড় সিনেমার সমর্থনে আরও একটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি জানিয়েছেন, কন্নড় সিনেমার জন্য রাজ্য সরকার নিজ উদ্যোগে একটি ওটিটি প্ল্যাটফর্ম খুলবে। তাতে শুধু কন্নড় সিনেমা মুক্তি পাবে। এছাড়াও মায়সুরুতে একটি আন্তর্জাতিক মানের ফিল্মসিটি তৈরির কথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া। বাজেটে সেই প্রস্তাবও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মায়সুরুতে ফিল্মসিটি তৈরির জন্য ১৫০ একর জমি বরাদ্দ করবে কর্ণাটক সরকার। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগ ফিল্মসিটি তৈরির বিষয়টি পর্যালোচনা করবে। এর জন্য খরচ হবে ৫০০ কোটি টাকা। (আরও পড়ুন: নয়াদিল্লিতে বিল্ডিং থেকে ঝাঁপ ফরেন সার্ভিস অফিসারের, মৃত্যুর তদন্তে পুলিশ)
আরও পড়ুন: 'ভালোবাসা রইল', স্ত্রী ও তাঁর মাসিকে দায়ী করে হোটেল ঘরে আত্মঘাতী যুবক
সাধারণ প্রেক্ষাগৃহে সিনেমার টিকিটের দাম ২০০ টাকার নীচে থাকলেও বেশির ভাগ মাল্টিপ্লেক্সেই চড়া দামে এই টিকিট বিক্রি হয়। কোনও কোনও সিনেমার ক্ষেত্রে টিকিটের দাম ছাড়িয়ে যায় ৫০০ টাকার গণ্ডিও, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। অনেকেই তাই সিনেমা দেখতে যান না আর। বাড়িতে বসেই অনলাইন মাধ্যমে সিনেমা দেখেন। সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা আগের মতো করতে চান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সিনেমার পাশে দাঁড়াতেই তিনি বাজেটে এই প্রস্তাব আনলেন বলে মনে করা হচ্ছে।