শুক্রবার দিল্লির চাণক্যপুরি এলাকার একটি বিল্ডিং থেকে পরে গিয়ে মৃত্যু হল ভারতীয় ফরেন সার্ভিসের এক কর্মকর্তার। রিপোর্ট অনুযায়ী, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সেই আধিকারিককে খুন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত আধিকারিকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সেই আধিকারিকের। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। (আরও পড়ুন: প্যালেস্তাইনে বন্দি ১০ ভারতীয়কে উদ্ধার করল ইজরায়েল, কেন আটকে রাখা হয়েছিল তাদের?)
আরও পড়ুন: PCB সভাপতিকে নিয়ে লাহোরে প্রভু রামের পুত্র লবের সমাধিতে BCCI সহসভাপতি! দেখুন ছবি
পুলিশ মৃত্যুর কথা নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে এই ঘটনায় কোনও অপরাধের সন্দেহ নেই। কর্তৃপক্ষ বর্তমানে এই ঘটনার পিছনে কারণগুলি খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ৭ মার্চ সকালে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মারা গিয়েছেন। মৃত আধিকারিকের পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে মন্ত্রণালয় এবং দিল্লি পুলিশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। (আরও পড়ুন: ডিএ নিয়ে 'বাজে খবর' অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্যে? বড় আপডেট রিপোর্টে)
আরও পড়ুন: চলতি বছরে ১০.২ বিলিয়ন হারিয়েও ধনকুবেরদের তালিকায় ২১-এ আদানি, আম্বানির হাল কী?
বিদেশ মন্ত্রকের তরফ থেকে আরও যোগ করা হয়, 'শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা মাথায় রেখে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। মন্ত্রণালয় এই দুঃখের ও কঠিন সময়ে পরিবারের পাশে আছে।' উল্লেখ্য, চাণক্যপুরি দিল্লির কূটনৈতিক এনক্লেভ হিসেবে পরিচিত। বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারি অফিস আছে এই এলাকায়। (আরও পড়ুন: শরীরের কোথায় লুকিয়ে সোনা পাচার করত রানিয়া? চোখ কপালে তোলা তথ্য এল সামনে)
আরও পড়ুন: হাসিনার জন্যে চাপে পড়া ব্রিটিশ সরকারের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা জশংকরের
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কর্মরত এক আধিকারিকের রহস্যজনক মৃত্যু ঘটেছিল। দূতাবাসেই সেই আধিকরিকের দেহ মিলেছিল। ঘটনার দু'দিন পরে সেই মৃত্যুর বিষয়টি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় গোয়েন্দারা সেই মৃত্যুর তদন্তে নেমেছিল। এদিকে সেই ক্ষেত্রেও মৃত আধিকারিকের পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে আধিকারিকের নাম-ধাম বা অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি বিদেশ মন্ত্রকের তরফ থেকে।