প্যালেস্তাইনের পশ্চিম তীরের গ্রাম থেকে উদ্ধার করা হল দশজন ভারতীয় নির্মাণ শ্রমিক। রিপোর্ট অনুযায়ী, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। সেখানে বন্দি রাখা হয়েছিল তাদের। সেই অপহরণের এক মাস পরে প্যালেস্তাইনের সেই গ্রাম থেকে তাদের উদ্ধার করল ইজরায়েলি সেনা। সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শ্রমিকদের কাজ করার জন্য পশ্চিম তীরের আল-জায়েম গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। তারা মূলত নির্মাণ শিল্পে কাজ করার জন্য ইজরায়েলে এসেছিল। (আরও পড়ুন: 'আগে যা মনে করা হয়েছিল...', চাঁদের বরফ নিয়ে ধারণা বদলে দিল চন্দ্রযান ৩)
আরও পড়ুন: এই রুটে দিল্লি যাবে বন্দে ভারত স্লিপার? জানুন কোথা থেকে ছাড়তে পারে ট্রেনটি
নিউজ পোর্টাল Ynetnews জানিয়েছে যে ইজরায়েলি বাহিনী একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এরপর তাদের থেকেই ভারতীয় শ্রমিকদের খোঁজ পাওয়া যায়। উদ্ধার করা হয় তাদের। জানা গিয়েছে, ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে প্যালেস্তিনীয়রা সহজেই চেকপয়েন্ট পার হয়ে ইজরায়েলে প্রবেশ করত। রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং বিচার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে 'জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের' আধিকারিকরা রাতারাতি অভিযান চালায় প্যালেস্তিনীয়দের কাছ থেকে পাওয়া ভারতীয় পাসপোর্টের মালিকদের খোঁজে। সেই অভিযানেই ভারতীয় ঠিকা শ্রমিকদের উদ্ধার করা হয় এবং একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। তাদের কর্মসংস্থানের স্টেটাস নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানেই রাখা হবে হবে। (আরও পড়ুন: ২৬/১১ হামলায় অভিযুক্ত তাহাউর রানার 'শেষ আশা' ভঙ্গ, মার্কিন আদালতে খারিজ আবেদন)
আরও পড়ুন: জয়শংকরের নিরাপত্তা বলয় লঙ্ঘন খলিস্তানির, 'প্রতিবাদের অধিকারকে সমর্থন…', বলল UK
ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। পাশাপাশি তারা আরও যোগ করেছে, উদ্ধার হওয়া শ্রমিকদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করার জন্য ইজরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে দূতাবাসের তরফ থেকে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর হাজার হাজার প্যাসেস্তিনীয় নির্মাণ শ্রমিককে ইজরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এরপরে গত এক বছরে ভারত থেকে প্রায় ১৬ হাজার শ্রমিক নির্মাণ শিল্পে কাজ করতে ইজরায়েলে যান বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 'ইসলাম বৈজ্ঞানিক', শামির 'রোজা বিতর্কে' মুখ খুললেন রোহিতকে 'মোটা' বলা শামা)
আরও পড়ুন: প্রতিদিন ১৩০০০ কোটির ক্ষতি! বিশ্বে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তি ইলন মাস্ক
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে আচমকাই ইজরায়েলে ঢুকে পড়ে হামলা চালিয়েছিল হামাস জঙ্গি গোষ্ঠী। নির্বিচারে খুন করা হয়েছিল ইজরায়েলের সাধারণ মানুষজনকে। অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল বহু ইজরায়েলিকে। এদিকে এই সুযোগে ইজরায়েলের ওপর হামলা চালানো হয় লেবানন থেকেও। অভিযোগ, ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী ইজরায়েলের ওপর হামলা চালায় লেবানন থেকে। এই আবহে লেবাননকে পালটা জবাব দিয়েছে ইজরায়য়েলও। এদিকে গাজায় ঢুকে পড়ে হামাসকে তাড়া করেছিল ইজরায়েলি সেনা। এই সবের মাঝেই ইরানও মিসাইল হামলা চালিয়েছিল ইজরায়েলে। উল্লেখ্য, ইরানে থাকা হামাস প্রধান শিনওয়ারিকে এর আগে খতম করে ইজরায়েল। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল গাজা যুদ্ধের আঁচ। এই আবহে ইজরায়েলি হামলায় প্রায় ৫৩ হাজার প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। অন্য দিকে, হামাসের আক্রমণে নিহত প্রায় দু’হাজার ইজরায়েলি।