পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাত কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। তারপরই আবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবে এই বৈঠক হবে। সেখানে বড় কোনও সিদ্ধান্ত হতে পারে।
এদিকে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাঁদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। বাংলার তিনজন পর্যটকের প্রাণ গিয়েছিল। পহেলগাঁও এলাকায় নির্মম হামলার জেরে মোট ২৬ জনের প্রাণ গিয়েছিল। মঙ্গলবার মাঝরাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতের সঙ্গে লাগলে তার ফল কেমন হয়। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান এখন দিশেহারা। এই ঘটনার পর আরও কড়া পদক্ষেপ করার জন্য এই সর্বদলীয় বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে তা নিয়ে কেউ মুখ খোলেননি।
আরও পড়ুন: কর্তারপুর করিডর বন্ধ করল কেন্দ্র, দরবার সাহিব গুরুদোয়ারা যেতে পারবেন না দর্শনার্থীরা
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে ‘জয় হিন্দ’। তার উপর ‘অপারেশন সিঁদুর’–এর সফল অভিযানের জেরে সেনাবাহিনীর মনোবল এখন তুঙ্গে উঠেছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ, লস্কর–ই–তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ৯টি জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে। ভারতের কড়া জবাবকে সমর্থন করেছেন দেশের মানুষজন। এই বিষয়ে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন বিদেশসচিব বিক্রম মিসরি, সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার কমান্ডার ব্যোমিকা সিং। ‘অপারেশন সিঁদুর’ দেখে দেশবাসীর মনে একটা আনন্দ শুরু হয়েছে। কারণ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওতে নির্মম হামলা চালিয়েছিল। যার প্রতিশোধ নেওয়া গিয়েছে আজ।