বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan: পাকিস্তানের পরমাণু ইঞ্জিনিয়ারদের অপহরণ? বড় প্রশ্ন তুললেন সমাজকর্মী
পরবর্তী খবর
Pakistan: পাকিস্তানের পরমাণু ইঞ্জিনিয়ারদের অপহরণ? বড় প্রশ্ন তুললেন সমাজকর্মী
1 মিনিটে পড়ুন Updated: 12 Jan 2025, 06:54 PM ISTSatyen Pal
লাক্কি মারওয়াতের একটি ইউরেনিয়াম খনির স্থান থেকে ১৬ জন পরমাণু ইঞ্জিনিয়ারের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই সমাজকর্মী।
পাকিস্তানের সেনা। প্রতীকী ছবি। ফাইল ছবি (Photo by Aamir QURESHI / AFP)
বিশিষ্ট মানবাধিকার কর্মী আমজাদ আইয়ুব মির্জা পাকিস্তানের ডেরা ইসমাইল খানের লাক্কি মারওয়াতের একটি ইউরেনিয়াম খনি থেকে ১৬ জন পরমাণু ইঞ্জিনিয়ারকে অপহরণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মির্জা অভিযোগ করেন, বৃহত্তর পরিকল্পনায় পাকিস্তানের সামরিক বাহিনীর জড়িত রয়েছে এমন সন্দেহ থাকায় এই ঘটনা অভ্যন্তরীণ কাজ হতে পারে।
মির্জার মতে, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সাইট থেকে ইউরেনিয়াম চুরি করেছে’, তবে তিনি বিশ্বাস করেন যে পরিস্থিতি আরও জটিল। ইরানে ইউরেনিয়াম চোরাচালানের অভিযোগ ধামাচাপা দিতে পাকিস্তানের সামরিক বাহিনীর একাংশ এই চুরিতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা প্রশ্ন তোলেন, ‘নিরাপত্তা কর্মী বা সামরিক বাহিনীর প্রতিরোধ ছাড়া টিটিপি কীভাবে একটি সুরক্ষিত ইউরেনিয়াম খনির অঞ্চল লঙ্ঘন করতে পারে?’ তিনি আরও জানান, ঘটনার সময় কোনো গুলি চলেনি।
এরপরেও মির্জা অপহরণকারীদের অনুসরণ করার জন্য হেলিকপ্টার মোতায়েনের মতো ‘তাত্ক্ষণিক প্রতিক্রিয়ার অভাব’ এর সমালোচনা করেছিলেন। তিনি সুরক্ষার ত্রুটিটিকে অত্যন্ত সন্দেহজনক এবং সম্ভাব্য আঁতাতের ইঙ্গিত হিসাবে বর্ণনা করেছেন।
মির্জা আরও অভিযোগ করেন, পাকিস্তানের সামরিক বাহিনী দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর কাছে গোপনে পরমাণু প্রযুক্তি বিক্রির সঙ্গে জড়িত রয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তিনি বলেন, আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার (আইএইএ) উচিত এ ঘটনার স্বাধীন তদন্ত শুরু করা।