মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিলেন মোদী। এদিকে, মঙ্গলবারের দুপুরে কাশ্মীরের বুকে জঙ্গি তাণ্ডবে রক্তাক্ত পর্ব ঘটে যায় কাশ্মীরের পহেলগাঁওতে। ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে। খবর পেতেই সৌদি আরব থেকেই শোকবার্তা জানান মোদী। সাফ জানিয়েছেন, ‘রেয়াত করা হবে না কাউকে।’ এরপরই শোনা যায়, তিনি তাঁর সৌদি সফর কাটছাঁট করে ফিরবেন দেশে। সেই মতো বুধবার সকালেই দিল্লি পৌঁছন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, কাশ্মীরে হামলার খবর পেতেই সৌদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যাওয়ার নির্দেশ দেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা গড়াতেই শ্রীনগর পৌঁছে যান অমিত শাহ। জরুরি পর্যায়ের বৈঠকে বসেন তিনি। বুধবার তিনি পহেলগাঁও যাচ্ছেন বলে খবর। এদিকে, বুধের সকালেই দিল্লিতে পা রেখেছেন নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলা ঘিরে তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে দিল্লিতে আজই বসতে চলেছেন।