আরও একটি মাইলফলক ছোঁয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে দেশের মহাকাশ সংস্থা। সোমবার নিজেই এই কথা জানান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এস সোমনাথ। তিনি বলেন, 'জানুয়ারিতে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ১০০তম উৎক্ষেপণ হতে চলেছে।' জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি) মিশনটাই হতে চলেছে এই ১০০তম উৎক্ষেপণ। উল্লেখ্য, শ্রীহরিকোটা থেকে ৯৯তম উৎক্ষেপণটি ছিল সোমবার। সেই পিএসএলভি-সি৬০ মিশনের মাধ্যমে সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সেখানে স্পেস ডকিং পরীক্ষা পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে সেই দুই মহাকাশযানকে। (আরও পড়ুন: কবে 'টেক মল' হিসেবে আত্মপ্রকাশ ঘটছে 'দ্য স্টেটসম্যান হাউজের'? সামনে নয়া আপডেট)
আরও পড়ুন: বাংলাদেশে একরাতে বদলাল পরিস্থিতি! 'দেশি-বিদেশি ষড়যন্ত্র…', সামনে বিস্ফোরক দাবি
উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে চলতি বছরের শেষ লগ্নে। এরপর আরও এক অধ্যায়ের সূচনা হবে নতুন বছরের শুরুতেই। এই আবহে এস সোমনাথ জানান, ২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস০২ উৎক্ষেপণ করা হবে। এর আগে ২০২৩ সালের মে মাসে জিএসএলভি এফ১২/এনভিএস০১ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে পৌঁছে দেওয়া হয়েছিল দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন এনভিএস০১ স্যাটেলাইটকে। (আরও পড়ুন: থামছেই না বিতর্ক! এবার দাদা অভিজিৎকে তীব্র ভাষায় আক্রমণ প্রণবকন্যার, বললেন…)
আরও পড়ুন: ২৯ জন কোটিপতি মুখ্যমন্ত্রীর মধ্যে ধনীতম কারা? গেরুয়াধারী যোগীর সম্পত্তি কত?
এদিকে গতকালই স্প্যাডেক্সের সফল উৎক্ষেপণের সঙ্গেই ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞান কেন্দ্র ইসরোর মুকুটে আরও একটি পালক জুড়েছে। ইসরোর পিএসএলভি-সি৬০ মিশনে হাকাশে গিয়েছে চেজার (এসডিএক্স০১) এবং টার্গেট (এসডিএক্স০২) মহাকাশযান। মূলত,মহাকাশে স্পেস ডকিং সংক্রান্ত পরীক্ষাকে লক্ষ্য করেই পরিচালনা করা হচ্ছে এই মিশন। এর আগে সফল ভাবে এই প্রযুক্তি ব্যবহারের কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিনের। সোমবার পূর্বনির্ধারিত সময় ৯টা ৫৮ মিনিটের পরিবর্তে ১০ টায় এই রকেটের উৎক্ষেপণটি করা হয়। এই নিয়ে এস সোমনাথ বলেছেন, 'কক্ষপথে কোনও স্যাটেলাইটের কাছাকাছি অবস্থানের সম্ভাবনা থাকলে উৎক্ষেপণের সময় পরিবর্তন করা হয়ে থাকে।' এদিকে সার্বিক ভাবে এই মিশন নিয়ে তাঁর মত, 'ভারতের মহাকাশ খাতে সংস্কার এবং সম্প্রসারণের অংশ হিসেবে SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আরও জটিল ডকিং সিস্টেমের পরীক্ষা চালানোর জন্যে মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে।' উল্লেখ্য, এই স্পেস ডকিং প্রযুক্তি আগামীতে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, চন্দ্রাভিযানেও এর গুরুত্ব থাকবে, এছাড়াও স্পেস স্টেশন গঠনের ক্ষেত্রেও এর ভূমিকা তাৎপর্যপূর্ণ।