প্রায় পাঁচ ঘণ্টা পরে ছন্দে ফিরল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি)। দুপুর তিনটের কিছুটা পরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। এমনিতে আজ রাতে রেলের টিকিট বুকিং পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছে। রেলের রিভার্ভেশন সংক্রান্ত সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কারণে রাত ১১ টা ৪৫ মিনিট থেকে রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূলীয় রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, উত্তর-মধ্য রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়েছে। তবে তার আগে সকালেই বিগড়ে গেল আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ।
আরও পড়ুন: Express trains punctuality: হাওড়ায় লেটে চলল ৫২.৩১% ট্রেন, 'টাইম'-এ চালানোয় দেশে দ্বিতীয় দক্ষিণ-পূর্ব রেল
সকালের আপডেট
মঙ্গলবার সকালে আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপের পরিষেবা বিঘ্নিত হয়। খুলছিল না আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ। তার জেরে আইআরসিটিসি থেকে ট্রেনের টিকিট বুকিং করতে পারছিলেন না লাখ-লাখ যাত্রী। বিষয়টি নিয়ে আইআরসিটিসির তরফে জানানো হয় যে প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে সাময়িকভাবে সেই সমস্যা হচ্ছে। দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায়, সেজন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। তবে যতক্ষণ না আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ ঘুরে দাঁড়াচ্ছে অর্থাৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ ট্রেনের টিকিটের বুকিং করা যাবে না, এমনটা মোটেও নয়। বরং অ্যামাজন (Amazon), মেক মাই ট্রিপের (Makemytrip) মতো তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অনায়াসে ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন: Vegetarian food in Train: ‘হালাল’ চা দেওয়া হয়েছিল ট্রেনে? মুখ খুলল রেল, কোনটা নিরামিষ, বুঝবেন কীভাবে?