কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে নন-টিচিং স্টাফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান অফিস নয়া দিল্লির জানকপুরে LDC (Lower Division Clerk) এবং MTS (Multi Tasking Staff) পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা : ৩০ বছর।
আবেদনের সময়সীমা :
আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকুরিপ্রার্থীরা।
Educational Qualifications: দুই ধরনের শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের পদে আবেদন করতে গ্র্যাজুয়েশন লাগবে। অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফের পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে।
সিলেকশান পদ্ধতি : টেস্ট/ইন্টারভিউ
বেতনক্রম :
লোয়ার ডিভিশন ক্লার্ক : লেভেল ২, মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
মাল্টি টাস্কিং স্টাফ : লেভেল ১, মাসিক ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
আবেদন ফি:
জেনারেল এবং ওবিসি : ১,০০০ টাকা।
তফসিলি জাতি-উপজাতি : ৫০০ টাকা।
কোথায় আবেদন করবেন?
অনলাইনেই আবেদন করা যাবে। সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই মিলবে ফর্ম। আবেদনের শেষ দিন আগামী ১০ মে।
শূন্যস্থান:
আবেদনের লিঙ্ক :