আমেরিকার লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ ঘটে নববর্ষে। এই ঘটনানিয়ে এবার বিস্ফোরক দাবি টেসলার কর্ণধার তথা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পাওয়া ইলন মাস্ক। ধনকুবেরের অভিযোগ, এই বিস্ফোরণ আদতে জঙ্গি হামলা হতে পারে। এরই সঙ্গে নিজের সংস্থার গাড়ির 'প্রশংসা' করেন মাস্ক। উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা যায়, এই সাইবারট্রাকে বাজি থেকে থাকতে পারে। কোনও ভাবে গাড়িটিতে আগুন ধরে গেলে সেই বাজি থেকে বিস্ফোরণ হয় এবং গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। এই বিস্ফোরণের জেরে ৭ জন জখমও হয়েছেন। এরপরে কিছু ক্ষেত্রে টেসলার এই গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে মাস্ক দাবি করেছেন, এই গাড়িতে করে বিস্ফোরক নিয়ে এসে 'আত্মঘাতী হামলা' চালানোর চেষ্টা করেছিল মৃত চালক। (আরও পড়ুন: দুর্ঘটনার ৪০ বছর পর! অবশেষে ভোপাল থেকে গ্রিন করিডর করে সরানো হল বিষাক্ত বর্জ্য)
আরও পড়ুন: আমেরিকায় ১৫ জনকে খুন করা 'জঙ্গি' প্রাক্তন সেনাকর্মী, তার গাড়িতে ISIS পতাকা: FBI
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনের ভ্যালে এলাকায় বিস্ফোরণ ঘটে সাইবারট্রাক গাড়িটিতে। এই ঘটনার তদন্তে নামে এফবিআই। তবে প্রাথমিক ভাবে এই নিয়ে খুব একটা কিছু বলতে চাননি এফবিআই স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ। এদিকে ঘটনার পরপরই মাস্ক জানিয়েছিলেন, টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমরা এর আগে কখনও এমন কিছু দেখিনি। এরপরে মাস্ক অভিযোগ করেন, এটা একটা সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল। এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। (আরও পড়ুন: হাসিনাকে না পেলে ভারতের সাথে সম্পর্কে ছিন্ন? 'অন্য স্বার্থ' মনে পড়তেই ঢাকা বলল…)
আরও পড়ুন: এটাই কি বৈষম্য বিরোধিতার নমুনা? BCS থেকে হিন্দুদের নাম বাদে প্রশ্ন বাংলাদেশে
এই আবহে ইলন মাস্ক সাইবারট্রাক বিস্ফোরণ সংক্রান্ত একটি খবরের ক্লিপ শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সেখানে মাস্ক লেখেন, 'এই শয়তানটা আসলে ভুল গাড়িতে করে সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল। এই সাইবারট্রাকটা আসলে বিস্ফোরণে মাত্রা কম করতে সাহায্য করেছিল। গাড়িটা নিজে এই বিস্ফোরণ সহ্য করেছিল। এবং বিস্ফোরণটি ওপরের দিকে হয় এর জন্যে। এর ফলে হোটেলের লবির কাচের দরজাও ভাঙেনি।' এদিকে ট্রাম্প যে ভিডিয়ো শেয়ার করেছিলেন, তাতে দেখা যাচ্ছে, টেসলার সেই গাড়িটার কাঠামো প্রায় অক্ষত আছে। এমনকী গাড়িটার টায়ারও অক্ষত আছে। তবে গাড়ির কাজ এবং ওপরের অংশ ভেঙে গিয়েছে। এবং গাড়ির পিছনে ডিকিতে বেশ কিছু সামগ্রী আছে, যা খুব সম্ভবত বিস্ফোরক। (আরও পড়ুন: আত্মসমর্পণ কিষেণজির ভাতৃবধূ বিমলার, ১৮ পুলিশকে খুনের অভিযোগ মাওবাদী নেত্রীর নামে)