এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন গগনপ্রীত কৌর। চলতি মাসের গোড়ায় দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অর্থমন্ত্রকের এক আধিকারিক। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন গগনপ্রীত। তিনিই চালাচ্ছিলেন বিএমডব্লিউ গাড়িটি। পাতিয়ালা হাউস আদালতে শনিবার তাঁর মামলার শুনানি হয়। সেখানেই মঞ্জুর হয় তাঁর ব্যক্তিগত বন্ড।
কী বললেন বিচারক?
প্রসঙ্গত, এই দিন আদালতের বিচারক পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত হওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়েও প্রশ্ন করেন। সেদিন ওই ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই সেখানে উপস্থিত হয়েছিল একটি অ্যাম্বুলেন্স। গাড়িটি সেখানে ৩০ সেকেন্ড দাঁড়ায়। কিন্তু আহতদের হাসপাতালে নিয়ে যায়নি সেটি। বরং তাদের ছাড়াই নিজের পথে চলে যায়। পুলিশের কাছে এই দিন বিচারক প্রশ্ন করেন, এটি কি অ্যাম্বুলেন্সের গাফিলতি নয়? ঠিক সময়ে হাসপাতালে না পৌঁছানোর জন্য তাদের দায়ী করা কি উচিত নয়? এই অ্যাম্বুলেন্সের কী করা উচিত? মৃত্যুর সঙ্গে তারাও কি পরোক্ষভাবে জড়িত নয়?
(আরও পড়ুন - ‘স্বদেশি’ প্রযুক্তিতে তৈরি হল BSNL-র ৪জি টাওয়ার! কী কী পরিষেবা মিলবে?
আরও পড়ুন - কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৫-এ ৬ না ৭ অক্টোবর? তিথি ও পুজোর শুভক্ষণ কবে, কখন?)
কী ঘটেছিল সেদিন?
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর দিল্লির ধৌলা কুয়াঁয় ৫২ বছর বয়সী নভজ্যোত সিং এবং তার স্ত্রীকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ কার। তার পরেই তদন্তে নেমে পুলিশ ওই গাড়ির চালক ৩৮ বছর বয়সী গগনপ্রীত কৌরকে গ্রেপ্তার করে। নভজ্যোত সিং অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপ-সচিব ছিলেন। বাংলা সাহেব গুরুদ্বার থেকে ফেরার পথে মোটরসাইকেলে ছিলেন তিনি। গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী।