
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাত পোহালেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজধানীর হাইভোল্টেজ এই ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দেশ। গত ৫ ফেব্রুয়ারি হয়ে গিয়েছে ভোটপর্ব। আর ৮ ফেব্রুয়ারি, ২০২৫ রয়েছে ফলাফল। এই ভোট ঘিরে ইতিমধ্যেই সামনে এসেছে একের পর এক পোলস্টারের এক্সিট পোল। সমীক্ষক সংস্থাগুলি তাদের বুথ ফেরত সমীক্ষা সামনে এনে তুলে ধরেছে দিল্লি ভোটের ফলাফল কী হতে পারে, তার আভাস। দেখা যাক, ২০২৫ সালের আগের ৩ বারের ভোটে এক্সিট পোলের হিসাবের সঙ্গে কতটা মিলেছিল ভোটের ফলাফলের হিসাব?
২০১৩ সালের ভোট:-
সেবারের ভোটে বেশিরভাগ পোলস্টার মনে করেছিল বিজেপি থাকবে এগিয়ে। আভাস ছিল গড়ে ৩৫ মতো থাকতে পারে বিজেপির আসন। আর আপ কংগ্রেস গড়ে ১৭র আশপাশে আসন পেতে পারে বলে আভাস ছিল। এমনই দাবি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের। তবে ভোটের ফলাফলে দেখা যায়, সেবার আপ জিতেছিল ২৮ টি আসন, বিজেপি ৩২ টি, কংগ্রেস ৮ টি। সেবার টুডেজ চাণক্যের আভাস, ভোটের ফলাফলের কাছাকাছি গিয়েছিল। তারা বলেছিল, আপ জিততে পারে ৩১ আসন। সেই বছরের ভোট ফ্যাক্টরে ছিল দুর্নীতি, লোকপাল ইস্য। সেই ভোটেই কার্যত আপের উত্থানও উজ্জ্বল হয়।
২০১৫ সালের ভোট:-
সেবার ২০১৫ সালের ভোটে ছয়টি এক্সিট পোল দাবি করেছিল যে আপ এগিয়ে থাকবে। বুথ ফেরত সমীক্ষা সেবার বলেছিল গড়ে আপের ঝুলিতে ৪৫ আসন যেতে পারে (তথ্য সূত্র টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট)। তবে সকলকে অবাক করে আপ সেবার ৬৯ আসন জিতেছিল।বিজেপি ধরাশায়ী হয়ে নেমে গিয়েছিল ৩ আসনে। কংগ্রেসের ১ জন বিধায়কও ছিলেন না দিল্লি বিধানসভায়।
২০২০ সালের ভোট:-
২০২০ সালের এক্সিট পোল-এও আভাস ছিল যে আপই রণ দামামা বাজিয়ে দিল্লির মসনদে ফিরছে। সেবার এক্সিট পোলগুলি দাবি করেছিল, গড়ে আপ পেতে পারে ৫২ আসন, বিজেপি পেতে পারে ১৭ আসন (তথ্য সূত্র টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট)।। তবে ফলাফলে দেখা গিয়েছিল আপ ৬২ আসন জিতেছে, বিজেপি ৮ টি ও কংগ্রেস একটিও আসন সেবার পায়নি।
২০২৫ সালের দিল্লি ভোট ও কিছু তথ্য:-
২০২৫ সালে দিল্লি ভোটে মোট আসন সংখ্যা ৭০। এর মধ্যে ৩৬ হল ম্যাজিক ফিগার। এপর্যন্ত বেশিরভাগ এক্সিট পোলের দাবি ক্ষমতায় আসতে পারে বিজেপি, ধরাশায়ী হতে পারে আপ। তবে দিল্লিতে শেষ হাসি কে হাসবে, তার হদিশ দেবে ৮ ফেব্রুয়ারি, ২০২৫। সেদিনই প্রকাশিত হচ্ছে ভোটের ফল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports