যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে জড়িত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনই অভিযোগ তুলে সম্প্রতি বোমা ফাটিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই আবহে ট্রাম্পের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ২০০৬ সালে হাওয়ার্ড স্টার্ন শো-তে ইভাঙ্কা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প–সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিতি ছিলেন। সেখানে ট্রাম্পকে ‘যৌন হেনস্তাকারী’ বলা হলে তিনি ঠোঁট নাড়িয়ে বলেন, 'হ্যাঁ ঠিক, এটাই সত্যি'।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভুয়ো কিনা, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফ্যাক্ট-চেকিং সংস্থা 'স্নোপস' জানিয়েছে, ওই ভিডিওটি একেবারে সত্যি এবং কোনওভাবেই এআই বা অন্য প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়নি।
হাওয়ার্ড স্টার্ন শো-তে ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলেন?
২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি হাওয়ার্ড স্টার্ন শো-তে ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ছেলে ডোনাল্ড জুনিয়রের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। তাদের রিয়্যালিটি শো 'দ্য অ্যাপ্রেন্টিস'-এর পঞ্চম সিজনের প্রচারে হাজির হন তাঁরা।শো চলাকালীন সঞ্চালক হাওয়ার্ড স্টার্ন ইভাঙ্কার প্রেমজ জীবন নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তখন ইভাঙ্কার বয়স ছিল ২৪। আলোচনায় উঠে আসে ইভাঙ্কার প্রাক্তন প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক জেমস ‘বিঙ্গো’ গুবেলম্যানের নাম। স্টার্ন বারবার ট্রাম্পকে জিজ্ঞেস করছিলেন, তিনি গুবেলম্যানকে পছন্দ করেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, গুবেলম্যান ‘ভদ্র লোক’, তবে স্টার্ন নিশ্চিত ছিলেন যে ট্রাম্প তাঁকে অপছন্দ করেন।
এরপর হাওয়ার্ড স্টার্ন সরাসরি ইভাঙ্কাকে প্রশ্ন করেন, ‘তুমি তো নিশ্চয়ই ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করোনি, তাই তো?’ জবাবে ট্রাম্প কন্যা বলেন, 'অবশ্যই না।' স্টার্ন আরও একধাপ এগিয়ে বলেন, 'তুমি এখনও কুমারী, তাই তো?' ইভাঙ্কার উত্তর দেন, 'অবশ্যই।' এরপর স্টার্ন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, 'তুমি কি কখনও কন্যার সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করেছ?' ট্রাম্প বলেন, 'না।'‘তুমি তো একজন যৌন হেনস্তাকারী’ স্টুডিওতে ট্রাম্পকে তির্যক মন্তব্য করা হয়। জবাবে ঠোঁট নাড়িয়ে ট্রাম্প বললেন, ‘ঠিকই তো।' এই পর্যায়ে হাওয়ার্ড স্টার্ন বলেন, 'ডোনাল্ড, তুমি তো জানো যৌন হেনস্তাকারীদের ব্যাপারে, তাই না?' তখন ট্রাম্প বলেন, 'ঠিক।' সঙ্গে সঙ্গে শো-র অন্যতম সঞ্চালিকা রবিন কুইভার্স বলে বসেন, 'তুমি নিজেই তো একজন।' এই মন্তব্যে হাসির রোল পড়ে যায়। তখন ট্রাম্পকে দেখা যায় ঠোঁট নাড়িয়ে ইভাঙ্কার দিকে তাকিয়ে বলতে 'ইট’স ট্রু'। হাওয়ার্ড স্টার্ন তখন ট্রাম্পের কথা পুনরাবৃত্তি করে বলেন, 'ও তো বলল, ‘ঠিকই।’ এরমধ্যেই একজন চিৎকার করে বলেন, 'ওহ মাই গড।' স্টুডিওতে হাসি চলতে থাকে, এবং আলোচনাও এগিয়ে যায় অন্যদিকে।
অন্যদিকে, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। একজন লেখেন, 'জঘন্য! এর চেয়ে ভালো কোনও শব্দ নেই।' আরেকজন লেখেন, 'ইভাঙ্কা এসব শুনে হেসে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এটা যেন স্বাভাবিক ব্যাপার।’ কারও মন্তব্য, 'আমি হলে মাটিতে মিশে যেতাম।' অন্য একজন লেখেন, 'গোটা বিষয়টা খুবই ঘৃণ্য।'