মুম্বইতে প্রায় ১,০০০ কোটির প্রাসাদ কিনেও শান্তি নেই সাইরাস পুনাওয়ালার। নতুন বাড়িতে যাওয়ার জন্য প্রায় ৮ বছর ধরে অপেক্ষা করে চলেছেন বিশ্বের অন্যতম বড় ফার্মা সংস্থার মালিক। জমির মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে ভারত সরকার সম্পত্তির হস্তান্তর আটকে দিয়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের কাছ থেকে এই লিঙ্কন হাউস কিনেছিলেন সাইরাস পুনাওয়ালা। বিশ্বের বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক তিনি। ফলে তিনি যে এমন বিশাল প্রাসাদ কিনবেন, তা বলাই বাহুল্য। গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিচ ক্যান্ডির এই সম্পত্তি মার্কিন কনস্যুলেটের হাতে ছিল। আরও পড়ুন: কোভিডে অনাথ কৃতী পড়ুয়ার গৃহ ঋণ মেটালেন আদার পুনাওয়ালা, ২৭ লক্ষ টাকা দিলেন সিরাম কর্তা
ভারতের অন্যতম বড় আবাসন হস্তান্তর চুক্তি ছিল এটি। কিন্তু এই জমির আসল মালিকানা কার, তা স্পষ্ট নয়। ভারত সরকার এই জমির হস্তান্তর স্থগিত রেখেছে। কেন? কারণ মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক, উভয়েই এই প্লটের মালিকিনার দাবি করেছে।
দুবাইতে দেওয়া এক সাক্ষাত্কারে সাইরাস পুনাওয়ালা জানিয়েছিলেন, সরকার এই জমি বিক্রি কেন আটকে রেখেছে, তার স্বপক্ষে কোনও যুক্তি দেয়নি। তবে তাঁর ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণে টাকা যাক, তা চায় না ভারত সরকার।
এই সম্পত্তি বিক্রি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।
মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক উভয়েই গোটা পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্রিস্টোফার এলমস বলেন, মার্কিন সরকার এবং ভারত সরকার এই লিজ হস্তান্তর সম্পূর্ণ করার জন্য এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে সেই বিষয়ে কাজ চলছে।
লিঙ্কন হাউস
১৯৩৮ সালে ওয়াঙ্কানের মহারাজা লিঙ্কন হাউস তৈরি করেছিলেন। ১৯৫৭ সালে ৯৯৯ বছরের লিজ হিসাবে তা মার্কিন সরকারের কাছে বিক্রি হয়। সেই সময়ে মার্কিন মুলুকের কনস্যুলেটের অফিস হিসাবে এটি ব্যবহৃত হত। এরপর ২০০৪ সালে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সেই অফিস স্থানান্তরিত হয়ে যায়। সেই সময় থেকেই এই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু হয়। পরে, পুনাওয়ালা পরিবার সেটি বাসভবন হিসাবে কিনে নেয়।
৮১ বছর বয়সী সাইরাস পুনাওয়ালা বর্তমানে পুনেতে থাকেন। আরও পড়ুন: উইম্বলডনে তাক লাগালেন সেরাম কর্তার স্ত্রী, ৮৫ লাখের ব্যাগ ভাইরাল
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক