আবার কি আকাশে ড্রোন?
সোমবার পঞ্জাবের অমৃতসরগামী ইন্ডিগোর একটি বিমান দিল্লিতে ফিরে আসে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি তার উৎপত্তিস্থলে ফিরে আসে বলে খবর।
জম্মু ও কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধরে ড্রোন দেখা গেছে বলে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।
এদিকে, পাঞ্জাবের হোসিয়ারপুরের দাসুয়া এলাকায়ও ৭-৮টি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা।
পাঠানকোট, বৈষ্ণোদেবী ভবন এবং যাত্রা ট্র্যাকে অবিলম্বে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছিল।
উধমপুরের নর্দার্ন কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপরে প্রায় ১৫টি ড্রোনকে উড়তে দেখা গেছে বলে খবর। কাটরার দিকে পাঁচটিকে দেখা গিয়েছে।
সাম্বা থেকে আসা ভিজ্যুয়ালে ব্যাকগ্রাউন্ডে লাল রেখা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ভারতের এয়ার ডিফেন্স সক্রিয় হচ্ছে এবং আকাশে থাকা বস্তুগুলিকে বাধা দিচ্ছে।
জলন্ধরের ডেপুটি কমিশনারও শহরের মূল সেনা স্থাপনার কাছে ড্রোন দেখার বিষয়ে একটি জরুরি বার্তা জারি করেছেন। জলন্ধর জেলার সুরাণসী গ্রামের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈনও জানিয়েছেন, দাসুয়া এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সাম্বা সেক্টরে সামান্য কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখা গিয়েছিল। তবে এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। সেনা সূত্রে জেনেছে এএনআই।
পরে আর ড্রোন দেখা যায়নি বলেও জানানো হয়েছে।
অমৃতসরে ফের ব্ল্যাক আউট করা হয় বলে খবর।