আমেরিকার বুকে মার্কিন সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা। সেদেশের দক্ষিণ পূর্ব জর্জিয়ায় ফোর্ট স্টুয়ার্টের সেনা ঘাঁটিতে এক সক্রিয় বন্দুকবাজ চালায় তাণ্ডব। বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় সেখানের একধিক সেনা পোস্ট রুদ্ধ করা হয়। ফোর্ট স্টুয়ার্টের তরফে জানানো হয়েছে বেশ কয়েকজন ঘটনায় ক্ষতিগ্রস্ত। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করে, এই বন্দুকবাজের হামলায় ৫ জন আহত হয়েছেন।
ফোর্ট স্টুয়ার্ট জানিয়েছে, বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। তবে যাঁরা বন্দুকবাজের হামলার মুখে পড়েছেন তাঁদের মধ্যে কেউ মৃত কি না, বা কেউ আহত কিনাত তা নিয়ে রয়েছে সন্দেহ। আপাতত ফোর্ট স্টুয়ার্টের ভিতর থাকা মার্কিন সেনা জওয়ানদের বলা হয়েছে, যে যেখানে রয়েছেনতিনি যেন সেখানেই থাকেন। ঘরগুলিকেও ভিতর থেকে বন্ধ করে দেওয়ার জন্য নমির্দেশ দেওয়া হয়েছে ফোর্ট স্টুার্টের ফেসবুক পেজ থেকে। ঘটনাস্থলের বিষয়ে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সেখানে বন্দুকবাজের সংখ্যা ১ জনই বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আমেরিকার মিসিসিপি নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই ফোর্ট স্টুয়ার্ট সেদেশের চতুর্থ বৃহত্তম সেনা ঘাঁটি। মার্কিন নিরাপত্তার কড়া বেষ্টনীতে মোড়া এই সেনা ঘাঁটির ভিতর কীভাবে একজন বন্দুকবাজ এমন তাণ্ডব চালাল, তা নিয়ে উঠছে প্রশ্ন। আমেরিকার মতো শক্তিধর দেশে সেদেশের সেনা ঘাঁটিতে বন্দুকধারীর এই হামলা নিঃসন্দেহে বহু প্রশ্ন তোলে। আমরিকার ফোর্ট স্টুয়ার্ট সেদেশের সেনার তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের মূল ঘাঁটি। এলাকায় মার্কিন সেনার দ্বিতীয় ‘আর্মাড ব্রিগেট কমব্যাট টিম’র এলাকায় ছিল। জানা গিয়েছে সেখানে মার্কিন সেনা জওয়ানদের পরিবারের সদস্যরাও থাকেন। এই বন্দুকবাজের হামলার পর সেখানে স্কুল থেকে শুরু করে একাধিক জায়গায় লকডাউন করে দেওয়া হয়েছে।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) -এ এই পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের, তাঁদের পরিবারকে এবং যাঁরা সেবা করার আহ্বানে সাড়া দিয়েছেন তাঁদের সকলকে আমাদের হৃদয়ে এবং প্রার্থনায় রাখছি, এবং আমরা অনুরোধ করছি যে সর্বত্র জর্জিয়ানরাও একই কাজ করুক।’
(বিস্তারিত আসছে)