Georgia
সেরা খবর
সেরা ভিডিয়ো
আমার ১১৮০০ ভোট চাই। কিছু করে জোগাড় করে দাও। এভাবেই ভোটে হারার পর জর্জিয়ার নির্বাচনী অফিসারকে ফোন করে কাকুতি মিনতি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্প। খুব শীঘ্রই ছাড়তে হবে সাদা বাড়ি। তার আগে কোনও ভাবে যদি অসাধ্য সাধন হয়, তার জন্য অফিসারদের ফোন করে চাপ দিচ্ছেন ট্রাম্প, সেটা টেপে ধরা পড়ে গিয়েছে। প্রসঙ্গত ভোটে কারচুপির অভিযোগ তুলে এখনও ফলাফল মেনে নেন নি ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্পের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হবু মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। তিনি বলেন যে মরিয়া হয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, ১১৮০০ ভোটে জর্জিয়ায় হারেন ট্রাম্প। এরকম বেশ কিছু রাজ্যে ট্রাম্পের হার হয় যেখানে ভোটের রাতে তিনি এগিয়ে ছিলেন, কিন্তু গণনা যত এগোয়, পোস্টাল ব্যালট সব হিসেব করার পর ধীরে ধীরে পিছিয়ে পিছিয়ে যান তিনি।