বাংলা নিউজ > টুকিটাকি > Oscar 2022: কোন অসুখে ভুগছেন জাডা স্মিথ, যা নিয়ে রসিকতা করায় উইল স্মিথ চড় মারলেন ক্রিস রককে
পরবর্তী খবর
ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকল অস্কারের মঞ্চ। উপস্থিত বহু অতিথিকে নিয়ে রঙ্গ রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস রক। কিন্তু তার মধ্যে বেফাঁস একটি রসিকতা তিনি করে ফেলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে। আর তাতেই বীভৎস রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে সজোরে এক চড় মারেন তিনি। বলেন, তাঁর স্ত্রীকে এ সব রসিকতা থেকে দূরে রাখতে। গালিগালাজও করেন।