বাংলা নিউজ > টুকিটাকি > Viral video of two crocodiles: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে
পরবর্তী খবর
Viral video of two crocodiles: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2023, 10:35 AM ISTSanket Dhar
Viral video of two crocodiles: তুমুল লড়াই করছে দুই কুমির মিলে। লড়তে লড়তে রীতিমতো উঠে দাঁড়িয়েছে দুই পায়ে। সেই দৃশ্য দেখলে হাড়ে কাঁপুনি ধরতে পারে।
তুমুল লড়াই কুমিরের
তুমুল লড়াই করছে দুটি প্রাণী। সাধারণত মাটিতে শুয়েই থাকে এরা। কিন্তু ভয়ানক লড়াইয়ের জেরে রীতিমতো দুই পায়ে খাড়া! দুই কুমিরের মধ্যে এমন মারাত্মক লড়াই দেখলে হাড় হিম হয়ে যেতে পারে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। তাঁর টুইটার থেকে ভিডিয়োটি পোস্ট করতেই কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায়, একটি সুন্দর পার্কের পাশেই বীভৎস দুই কুমির। তারা নিজেদের মধ্যে তুমুল লড়াই করছে। লড়াইয়ের বহর এমন যে পরস্পরকে জড়িয়ে ধরে উঠে দাঁড়িয়েছে মাটি থেকে। দুজনেই দুজনকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিচ্ছে।
এমন ভয়ানক দৃশ্যের ভিডিয়ো পোস্ট করে সুশান্ত ক্যাপশনে লেখেন, লার্নিং টু ম্যানেজ কনফ্লিক্টস, আর্লি মর্নিং সিন ফ্রম আইআইএম ক্যালকাটা….(অ্যাজ রিসিভড ইন হোয়াটসঅ্যাপ)’। এর বাংলা করলে দাঁড়ায়, ‘কীভাবে দ্বন্দ্ব সামলাতে হয়, তা শিখছে এরা, আইআইএম কলকাতার একেবারে ভোরবেলার দৃশ্য এটি!’ পাশাপাশি কোথা থেকে এই ভিডিয়ো পেয়েছেন সে কথাও লেখেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। তাঁর কথায়, এটি তাঁর নিজের তোলা ভিডিয়ো নয়। বরং হোয়াটসঅ্যাপ মারফত পাওয়া।
প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি একটি কিং কোবরা সাপের ভিডিয়ো তুলেছিলেন। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, মারাত্মক বিষধর কিং কোবরা প্রায় একটি মানুষের সমান উঁচু হয়ে বুকের উপর দাঁড়িয়ে আছে। সরীসৃপ যে চাইলেই দাঁড়াতে পারে। সেই কথাই যেন এবারের আরেকটি ভিডিয়োতে প্রমাণ হয়ে গেল।