
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Viral News: ব্যাগের মধ্যে ছুরি, মাদক এমনকি কন্ডোমও! স্কুল পড়ুয়াদের ব্যাগ দেখে রীতিমতো হতবাক স্কুলের প্রধান শিক্ষক। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুম্বইয়ের নাসিকে। নাসিকের ঘটি অঞ্চলে অবস্থিত একটি স্কুলে ছাত্রদের ব্যাগ থেকে উদ্ধার হয় চমকপ্রদ সব জিনিস। সেই উদ্ধার কাজের ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল।
সংবাদমাধ্যম সূত্রের খবর, স্কুলের ভাইস প্রিন্সিপাল হঠাৎ করেই স্কুলের পড়ুয়াদের ব্যাগ চেক করার সিদ্ধান্ত নেন স্কুল চলাকালীন। ক্লাস সেভেন থেকে টেনের পড়ুয়াদের প্রত্যেকের ব্যাগ একে একে চেক করা হয়। তখনই এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয় নেশার দ্রব্য, কন্ডোম, ধারালো ছুরি ও তাস। এছাড়াও ওই পড়ুয়ার ব্যাগে ছিল সাইকেলের চেন, পিতলের গয়না, চিঠির বাক্স। তবে এই জিনিসগুলো কোনও একজন পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয়নি। একাধিক পড়ুয়ার ব্যাগ খানাতল্লাশি করে মিলেছে এমন সব জিনিস।
আরও পড়ুন - ছবিতে প্রথমে দ্বীপ দেখলেন না বিড়াল? আপনি একা থাকতে ভালোবাসেন কি না বলে দেবে এটি
সংবাদমাধ্যমকে ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল বলেন, আমরা মাঝে মাঝেই এমন সারপ্রাইজ ব্যাগ চেক করে থাকি পড়ুয়াদের। সম্প্রতি যা যা ব্যাগে পাওয়া গিয়েছে, তা রীতিমতো উদ্বেগজনক। ওই শিক্ষকের আশঙ্কা পড়ুয়াদের একাংশ স্কুলের মধ্যেও মাদক সেবন করে চোখের আড়ালে। মাদক উদ্ধার হওয়ার পর থেকেই এই সন্দেহ দৃঢ় হয়েছে। ভাইস প্রিন্সিপালের দাবি, এই ঘটনা স্কুল কর্তৃৃপক্ষ কঠোর নিয়ম চালু করার কথা ভাবছে। নিয়মের বিষয়ে আরও কড়া হওয়ার চিন্তাভাবনা করছে নাসিকের ওই স্কুল।
আরও পড়ুন - বেশ বুদ্ধিমান এই ৫ ধরনের মাছ! অ্যাকোরিয়ামে রাখলেই চোখ টানবে সকলের
অন্য দিকে চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। বহু অভিভাবক এই ঘটনায় রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে এক অভিভাবক জানিয়েছেন, এখন অনেক বাচ্চাই এমন বিপথে চলে যাচ্ছে। তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে নিয়মকানুন কড়া করতেই হবে। স্কুলের হঠাৎ ব্যাগ চেকের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আরেক অভিভাবক বলেন, এই ধরনের ব্যাগ চেক আরও ঘন ঘন হওয়া উচিত। তাহলেই পড়ুয়াদের অনেক কার্যকলাপ ধরা পড়ে যাবে। তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টাও জোরদার হবে সেই ক্ষেত্রে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports