Optical Illusion Test: ফের এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল ইন্টারনেটে। এই ভাইরাল অপটিক্যাল ইলিউলন নাকি বলে দিতে পারে আপনার রাগের মাত্রা কতটা। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া ইলিন সম্প্রতি উপরের ছবিটি পোস্ট করেছেন। পোস্ট করা ছবিটিতে একটি বিড়ালের মাথা ও একটি দ্বীপ দুইই রয়েছে। কিন্তু বলা হচ্ছে, যে প্রথম ছবিটি লক্ষ্য করবেন, তা আপনার ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরবে। যেমন আপনি অত্যন্ত পরিণত এবং সহানুভূতিশীল না অন্যদের পছন্দমত নিজেদের পাল্টে ফেলেন তা বলে দেবে এই ছবি।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে প্রথমেই মুখ দেখলেন না পথচারী? আপনার চিন্তাভাবনা স্বাধীন কি না বলে দেবে এটি
যদি প্রথমে দ্বীপটি দেখতে পান
যদি কেউ প্রথমে দ্বীপটি দেখতে পান, তাহলে তিনি একজন সংবেদনশীল এবং সামাজিক ব্যক্তি। একা একা থাকতে মোটেই পছন্দ করেন না। আবার পরিচিত অনেকেই তাঁর কান ভাঙানোর চেষ্টা করেন। অনেক সময় এমন ব্যক্তিদের মন পেতে তিনি অনেক কিছু করতে পারেন। আবার এর জন্য যদি ব্যক্তিত্ব পরিবর্তন করতে হয়, তবে সেটাও তিনি করে থাকেন।
যদি প্রথমে বিড়ালের মাথাটি দেখতে পান
যদি বিড়ালের মাথাটি প্রথমে চোখে পড়ে, তাহলে তিনি অন্যদের উপর সহজে রাগ করেন না। তিনি একা থাকতেই ভালোবাসেন। তবে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে মাঝে মাঝে অসুবিধা হয়। অন্যদের কথা মতো নিজেকে সবসময় বদলে ফেলতে পারেন না এমন ব্যক্তি। কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে সবসময় তা প্রকাশ করেন না।
আরও পড়ুন - Optical Illusion: প্রথমে বাঘ দেখলেন না গাছ? উত্তরই বলে দেবে স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে আপনি কেমন
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।