‘চাকরি এবার গেল বলে!’ এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কীর্তি দেখে এমনটাই মন্তব্য করলেন দুবাইয়ের চিকিৎসক মহম্মদ ফৌজি কাটরাঞ্জি। সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন। একটি এক্স রে প্লেট দেখে রোগ বোঝার জন্য কাজে লাগান যন্ত্রকে। সেই যন্ত্রের ক্ষমতা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন ডাক্তারবাবু। তাঁর কথায়, ওই এআই টুল নির্ভুলভাবে দেখিয়ে দিয়েছে ফুসফুসের কোথায় কোথায় নিউমোনিয় হয়েছে। পাশাপাশি যে যে জায়গাগুলো ডাক্তার নিজে খুঁজে পাননি, সেই জায়গাগুলিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যন্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিভার ভিডিয়ো সম্প্রতি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে।
আরও পড়ুন - ভারতের পরমাণু শক্তিকে সন্তানের মত ‘বড়’ করেছিলেন, প্রয়াত বিজ্ঞানী শ্রীনিবাসন
ক্যানসার কি না তাও বলে দিচ্ছে এআই
ইঞ্জিনিয়ারিংয়ের জটিল প্রোগ্রাম কোড বানানো থেকে ক্যানসারের মতো রোগ নির্ণয়ের ক্ষেত্রে চোখে পড়ার মতো কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শিখিয়ে দেওয়া তথ্যকে ভর করে নতুন নতুন পরীক্ষায় সফল হচ্ছে এই বুদ্ধিমান যন্ত্রগুলি। এমনকি যে যে তথ্য তাকে দেওয়া হচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে বড় বড় ধাঁধার উত্তর দিয়ে দিচ্ছে। এবারের ভিডিয়োও অনেকটা তেমনই।
নিউমোনিয়া রোগ ধরিয়ে দিল যন্ত্র
ভিডিয়োতে চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাত্র এক সেকেন্ড লাগল। সে এক্স রে প্লেট দেখল আর প্রায় সঙ্গে সঙ্গে বলে দিল ফুসফুসের কোথায় কোথায় নিউমোনিয়া ভাইরাস ছড়িয়েছে। প্রসঙ্গত, ডাক্তার এক্স রে দেখে কিছু কিছু স্থান ধরতে পারেননি। সেই ‘মিস’ করে যাওয়া জায়গাগুলিও ধরিয়ে দিয়েছে এআই।আরও পড়ুন - প্রথম বইই এনে দেয় বিশ্বব্যাপী খ্যাতি! বাংলার একমাত্র বুকারজয়ী লেখিকাকে চেনেন?