Viral video: মায়ের শাসন নিয়ে রীতিমতো বিরক্ত সে। মনখারাপও হয়েছে ভীষণ। ভাইরাল ভিডিয়োতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জানাল একরত্তি।
একরত্তি খুদে বলতে শোনা যায়, সবসময় ছোটখাটো ব্যাপারে আমার উপর রেগে যাও কেন!
একরত্তি খুদেকে বড় করা কি মুখের কথা! কতরকম ঝক্কিই না পোয়াতে হয়! দরকারে তাকে বকাবকিও করতে হয়। অনেক সময় অনেক বাবা-মা খুদেকে আদবকায়দা শেখাতে মারধরও করেন। চড় থেকে লাঠির সপাং সপাং অনেক কিছুই চলে। অনেক মায়েরা আবার এই ব্যাপারে বিশেষভাবে দক্ষ। আর মায়ের বিরুদ্ধে তেমনই অভিযোগ থাকে অনেক শিশুর। পড়াতে বসে কিছু না পারলে অধৈর্য হয়ে পড়েন মায়েরা। তারপরেই শুরু হয় সপাং সপাং করে মার। পড়া ঠিকমতো না হওয়া পর্যন্ত একরকম যুদ্ধ চলে। এছাড়াও কথা মতো না চললে আরও বকাঝকা তো লেগেই থাকে। এবারে মায়ের এমন ব্যবহারের বিরুদ্ধেই ‘প্রতিবাদে গর্জে’ উঠল একরত্তি খুদে। ক্লাস ওয়ানের পড়ুয়া একটি ভিডিয়োতে মনের সব কথা খুলে বলল। মাকে একগুচ্ছ প্রশ্ন করে প্রতিবাদ জানাল ।
সম্প্রতি চিনের এক প্রদেশে এমন ঘটনাই ঘটেছে। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োতে একরত্তি খুদে বলতে শোনা যায়, ‘সবসময় ছোটখাটো ব্যাপারে আমার উপর রেগে যাও কেন! আমি তো বুঝতেই পারি না তুমি কী করতে চাইছ! আমি তোমাকে কিছু বলতে চাই না। আমি শুধু অপেক্ষা করছি বড় হওয়ার। তারপর তোমাকে বুঝিয়ে দেব কেমন লাগে এসব কথা শুনতে। সবসময় বাঘের মতো খেপে ওঠো তুমি। খুব ছোট্ট জিনিস নিয়ে বাঘের মতো গর্জে ওঠো!’
এরপর সে প্রশ্ন তোলে ‘অফিসে সহকর্মী ও বসের সঙ্গেও কি মা এমন করে? সবসময় এরকম জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে তাদের বকে? তাদের সব ভুল ধরে চোখ রাঙায়? কথায় কথায় রাগ দেখায়?’শেষের দিকে দেখা যায়, একরত্তি কিছুটা শান্ত হয়েছে। মন খারাপ করে সে জানায়, আমার খুব মন খারাপ। আমাকে কেউ বুঝুক আমার সেটা ভালো লাগে না। সবসময় তোমার রাগ দেখতে ভালো লাগে না।’