বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: গরম বাড়ছে, কিন্তু মন থাকুক ঠান্ডা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হেসে নিন
পরবর্তী খবর
Bangla Jokes Collection: গরম বাড়ছে, কিন্তু মন থাকুক ঠান্ডা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হেসে নিন
2 মিনিটে পড়ুন Updated: 08 Jun 2023, 02:49 PM ISTSuman Roy
Viral Bangla Jokes: দিনটা একটু ভালো হয়ে যেতেই পারে একটু হাসি-মজায় থাকলে। আর তার জন্য পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। হেসে নিন প্রাণভরে।
পড়ে নিন দিনের সেরা ৫ জোকস।
প্রচণ্ড বাড়ছে গরম। বৃষ্টির দেখা নেই। আর তাই মনমেজাজ প্রত্যেকেরই বেশ খারাপ। কিন্তু তার মধ্যেই একটু হাসার সুযোগ মেজাজটা বদলে দিতেই পারে। তার জন্য পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস।
১। জীবনের প্রথম ভোলানাথ গ্রাম থেকে শহরে এসেছে। হোটেলবয় তাকে ঘর দেখানোর জন্য নিয়ে যাওয়ার পর ছোট্ট একটা ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ভোলানাথ দেখল সেখানে আরও একজন দাঁড়িয়ে আছে।
তো তাকে ভোলানাথ বলল, ‘দেখুন তো, আমি গ্রাম থেকে এসেছি। ভাড়ার টাকাও সব দিয়ে দিয়েছি। কিন্তু এই ব্যাটারা কত ছোট্ট একটা ঘর আমাকে দিয়েছে। থাকার কথা ছিল আমার একার। কিন্তু এখন দেখছি, মশাই, আপনিও আমার ঘরে। তারপর উপরে আবার বিছানা নেই, নেই বাতাস ঢোকার ব্যবস্থা। ব্যাটারা কেমন জোচ্চোর বুঝুন।’
অন্য লোকটা বলল, ‘আরে মশাই, এটা তো আপনার ঘর নয়। এটা তো লিফট।’
গোপাল: রাস্তার শুরুতে দেখলাম, উপরে বড় করে লেখা ২০। ভাবলাম, এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০। তাই…
সার্জেন্ট: ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পিছনের সিটে বসা দু’জন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁতকপাটি লাগার দশা। ব্যাপারটা কী?
গোপাল: না মানে, একটু আগে ২১২ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!