রাখি পূর্ণিমার অনুষ্ঠান ভাইবোনের মধ্যে একটি বিশেষ তাৎপর্য বহন করে আসছে প্রাচীনকাল থেকেই। ভালোবাসা ও সুরক্ষার পাশাপাশি এই সম্পর্ক ভীষণ মধুর একটি সম্পর্ক। রাখি পূর্ণিমার দিন ভাইবোন পরস্পরকে রাখি তো পরান। কিন্তু এর পাশাপাশি শুভেচ্ছাবার্তাও পাঠাতে পারেন এই দিনে। সকাল সকাল একটি শুভেচ্ছাই মন ভালো করে দিতে পারে দুজনের। কী লিখবেন ভাবছেন? এখানে রইল সেরা দশটি বার্তা। এখান থেকেই বেছে নিতে পারেন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি।
রাখি পূর্ণিমার সেরা ১০ বার্তা
১. এই রাখি পূর্ণিমা যেন আমাদের ভাই-বোনের সম্পর্ককে আরও মধুর ও শক্তিশালী করে তোলে। শুভ রাখি পূর্ণিমা!
২. দূরত্বের বাধা পেরিয়ে তোমার জন্য রইল রাখির একরাশ ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ রাখি পূর্ণিমা!
আরও পড়ুন - পরতে পরতে রহস্য! রাখিবন্ধনে মাত্র ১ দিনের জন্য খোলা হয় এই মন্দির, কী কারণ?
৩. জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছি, ঠিক যেমন এই রাখি তোমার হাতে বাঁধা থাকবে। রাখির অনেক অনেক শুভেচ্ছা।
৪. ভাই-বোনের এই পবিত্র বন্ধন যেন চিরকাল অটুট থাকে। শুভ রাখি পূর্ণিমা!
৫. রাখির সুতোয় বাঁধা থাকলো আমাদের ভালোবাসা, সম্মান আর ভরসা। শুভ রাখি!
আরও পড়ুন - চাইনিজ ডিশ পছন্দ ভাইয়ের? রাখির দিন বাড়িতেই বানান স্প্রিং রোল, দেখুন রেসিপি