Viral video: কুমিরের মুখ থেকে উদ্ধার করেছে পুলিশ অফিসার। ডাঙায় এনে ছেড়ে দিয়েছে তাকে। ফিরে তাকিয়ে কী বলতে চাইল সেই ক্যাঙারু?
কুমিরের মুখ থেকে উদ্ধার করেছে পুলিশ অফিসার
জলের মধ্যে ডুবে যাচ্ছিল একটি ক্যাঙারু। প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল সেটি। দূর থেকে সেই দৃশ্যই দেখতে পান এক টহলরত পুলিশকর্মী। আর দেখা মাত্রই ছুটে যান অবলা প্রাণীটির কাছে। কুমির থাকা জলের মধ্যে উদ্ধার করেন ছোট্ট ক্যাঙারুটিকে। সম্প্রতি সেই ভিডিয়োই ভাইরাল হয়ে পড়ল সমাজ মাধ্যমে। ভিডিয়োটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বার্কটাউন নামক একটি অঞ্চলের। কুইন্সল্যান্ড পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিয়োটি। ক্যাপশনে ছিল একটি বড় সতর্কবার্তাও।
ঠিক কী হয়েছিল ওই দিন? অস্ট্রেলিয়ার এই অংশটিতে সম্প্রতি বন্যা হওয়ায় ভেসে যায়। সেই বন্যা দুর্গত এলাকাতেই টহল দিচ্ছিলেন একজন পুলিশ অফিসার। বোটে করে টহল দিচ্ছিলেন যেই এলাকায়, সেখানে রীতিমতো কুমিরের ভয়। সেই জলেই হঠাৎ একটি ক্যাঙারুর বাচ্চাকে দেখতে পান ওই পুলিশ অফিসার। দেখামাত্রই বোট নিয়ে এগিয়ে যান তার কাছে। জল থেকে তুলে আনেন ক্যাঙারুটিকে। এরপর ডাঙার দিকে ঘুরিয়ে নেন বোটের মুখ।