হাজার হাজার মানুষের রক্তের বদলে অর্জিত এই উপমহাদেশের স্বাধীনতা। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে দেশ মুক্ত হয় ১৯৪৭ সালে। এই বছর পালিত হবে ৭৭ তম স্বাধীনতা দিবস। প্রতি বছর সকাল থেকেই এই দিন থাকে নানা প্রস্তুতি। স্বাধীনতা দিবসে প্রিয়জন ও অফিস-স্কুলের সবাইকে জানান দিনটির শুভেচ্ছা। কী লিখবেন? দেখে নিতে পারেন এখানে দেওয়া দশটি সেরা বার্তা।
স্বাধীনতা দিবসের ১০টি সেরা বার্তা
১. স্বাধীনতার এই মহান দিনে আসুন স্মরণ করি ভারতের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাকে। শুভ স্বাধীনতা দিবস!
আরও পড়ুন - ১৫ অগস্ট নয়, ভারত কাগজকলমে ‘স্বাধীন’ হয় একমাস আগেই, কী ঘটেছিল ১৮ জুলাই?
২. একতা, সৌহার্দ্য আর সাহসের প্রতীক আমাদের প্রিয় ভারত। ৭৭তম স্বাধীনতা দিবসে রইল অকৃত্রিম শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস!
৩. স্বাধীনতা শুধুই একটি শব্দ নয়, এটি একটি অনুভব, একটি গর্ব। শুভ স্বাধীনতা দিবস, জয় হিন্দ!
৪. এই দিনে আসুন সবাই মিলে দেশের জন্য কিছু করার সংকল্প নিই। স্বাধীনতা দিবসে রইল হৃদয়ের শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস!
৫. আজ আমাদের গর্ব করার দিন — কারণ আমরা স্বাধীন ভারতের নাগরিক। শুভ স্বাধীনতা দিবস!
৬. স্বাধীনতা মানেই দায়িত্ব। চলুন, সেই দায়িত্বে হই সদা সচেতন। ভারতের স্বাধীনতা দিবসে রইল শুভকামনা। জয় হিন্দ!
আরও পড়ুন - লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত কারণেই কি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস? কী বলছে ইতিহাস
৭. সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আমাদের স্বাধীনতা। আজকের এই দিনে প্রণাম সকল বীরদের। শুভ স্বাধীনতা দিবস!
৮. ভারত শুধু একটি দেশ নয়, এটি একটি আবেগ, একটি গর্ব। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে! জয় হিন্দ!
৯. স্বাধীন ভারতের এই অমলিন দিনে আসুন একতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই। শুভ স্বাধীনতা দিবস!
১০. জয় হোক গণতন্ত্রের, জয় হোক মানুষের অধিকারের। স্বাধীনতা দিবসে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস!