Tips to remove Extra turmeric: রান্নায় হলুদ বেশি পড়ে গেলে আলু ছাড়াও কড়াইতে ফেলে দিন এই জিনিসগুলি, টিপস মুশকিল আসানের
Updated: 03 Apr 2023, 03:17 PM IST Sritama Mitra 03 Apr 2023 How to reduce extra turmeric from food, How to remove extra turmeric while cooking food, রান্নায় হলুদ বেশি পড়লে কী করবেন, রান্না করার সময় হলুদ বেশি পড়ে গেলে কী করণীয়নিত্যদিনের রান্নায় ভুলভ্রান্তি লেগেই থাকে। কোনও নুন বেশি, কোনও দিনও মিষ্টি বেশি, কোনও দিনও আবার রান্নায় হলুদ বেশি। রান্নাঘরে তাঁরাই স্মার্ট যাঁরা, রান্নার সময় হওয়া গণ্ডগোলকেও মিনিটে ধামচাপা দিয়ে ফেলতে পারেন! রান্নায় যদি হলুদ বেশি পড়ে যায়, তাহলে কয়েকটি সহজ পন্থায় সমস্যা কাটিয়েও ফেলা যায়।
পরবর্তী ফটো গ্যালারি