বাংলা নিউজ > টুকিটাকি > Adenovirus ECMO support: কোভিডের চিকিৎসাই কি অ্যাডিনোয় ভরসা? একমো সাপোর্ট নিয়ে কী বলছেন চিকিৎসকরা
পরবর্তী খবর
Adenovirus ECMO support: কোভিডের চিকিৎসাই কি অ্যাডিনোয় ভরসা? একমো সাপোর্ট নিয়ে কী বলছেন চিকিৎসকরা
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2023, 06:30 AM ISTSanket Dhar
Adenovirus ECMO support: কোভিডের সময় গুরুতর অবস্থায় দিতে হত একমো সাপোর্ট। সেই একমো সাপোর্টই আবার ফিরে এল। অ্যাডিনোভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগছে এটি।
অ্যাডিনোভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগছে একমো সাপোর্ট
অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে সারা রাজ্যে। যেকোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন এই ভাইরাসে। যদিও শিশুরাই এই ভাইরাসের কবলে পড়ছে বেশি। একেই ঋতুবদলের সময়। তার উপর অ্যাডিনোভাইরাস। ফলে দুইয়ের জোড়া ধাক্কায় বেশ কাবু কমবয়সিরা। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতেই নতুন করে ফিরে এল বিশেষ করোনা ফাইটার যন্ত্র। গত দুই বছরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চিকিৎসকদের অন্যতম অস্ত্র ছিল এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা একমো সাপোর্ট। এবারে সেই বিশেষ যন্ত্রই আবার সহায় হচ্ছে হাসপাতালগুলির।
সম্প্রতি নিউ আলিপুরের বাসিন্দা এক শিশু অ্যাডিনোভাইরাসের কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়। একইসঙ্গে তার নিউমোনিয়া হয়েছিল। দুই রোগের কবলে পড়ে বেশ সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়। তাই হাসপাতালের তরফে একমো সাপোর্ট দিতে হয় তাকে। এক মাস আগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৫ বছরের খুদে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে ওঠে সে। এখন বহাল তবিয়তে বাড়িতেই রয়েছে সে।