Diabetes diet: ডায়াবিটিসে ভুগলে সারা দিনে কী খাবেন ভাবছেন? রইল সেরা খাবারের দিলখুশ করা তালিকা Updated: 09 Mar 2023, 11:30 AM IST Sanket Dhar Diabetes diet: ডায়াবিটিস মানেই খাবারে হাজার একটা নিষেধাজ্ঞা। এই রোগে কিছু খেলেই সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যেকোনও কিছু্ খাওয়ার সময় রীতিমতো ভয়ে ভয়ে থাকতে হয়।