কম বেশি সব স্কুল কলেজেই গরমের ছুটি পড়ে গিয়েছে। সমতলের এই হাঁসফাঁস গরমের হাত থেকে বাঁচতে অনেকেই এখন উত্তরবঙ্গ বা সিকিমের দিকে পাড়ি জমিয়েছে দিয়েছেন আর তাতেই বেঁধেছেন গোল। এত মানুষ সেখানে বেড়াতে গিয়েছেন যে ভিড়ের চাপে নাজেহাল অবস্থা। দার্জিলিং সহ সিকিমের অনেক জায়গাতেই অনেকেই হোটেলে রুম না পেয়ে রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
আরও পড়ুন: দাদুর স্বপ্নপূরণ করতে সারেগামাপার মঞ্চে আরাত্রিকা, নজরুল গীতিতে বিচারকদের মন জয় করতে পারবেন?
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত গ্রুপে অনেকেই জানিয়েছেন তাঁদের এবারের পাহাড় ভ্রমণের দুর্বিষহ অভিজ্ঞতার কথা। তাঁদের অনেকেই জানিয়েছেন আগে থেকে হোটেল রুম বুক না করে গিয়ে বিপদে পড়েছেন। জানা গিয়েছে বিগত কয়েক দিন ধরেই এক টানা দার্জিলিংয়ের সমস্ত হোটেলের সব রুম বুক হয়ে আছে। শহর থেকে দূরে ঘর বুক করে থাকতে বাধ্য হচ্ছেন অনেকেই।
আরও পড়ুন: শীঘ্রই শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী? বিয়ের গুঞ্জন রটতেই বললেন, 'এই মুহূর্তে আমি...'
এমনকি এত ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়েছেন হোটেল মালিকরাও। ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সির তরফে জানানো হয়েছে যে গত কয়েক দিনে দার্জিলিংয়ে কয়েক হাজার মানুষ এসেছেন। আর অধিকাংশ লোকজনই চাইছেন ম্যালের কাছে রুম বুক করতে।
একই অবস্থা সিকিমের। মূলত গ্যাংটকের। সম্প্রতি একাধিক ছবি প্রকাশ্যে এসেছে এমজি মার্গ এবং দার্জিলিং ম্যালের। ভিড় দেখে দুর্গাপুজোর কোনও প্যান্ডেলের লাইন বলে ভ্রম হতে বাধ্য।
গ্লেনারিজের সামনে খাওয়ার জন্য একদিকে যেমন বিপুল লম্বা লাইন। তেমনই হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলার লাইনও চোখে পড়ার মতো লম্বা। ড্রাইভাররা পর্যন্ত কুলিয়ে উঠতে পারছেন না এত পর্যটক আসায়।
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
আরও পড়ুন: আলাম নন, হীরামান্ডির তাজের মন কেড়েছেন অন্য কেউ! লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে ডেটে গেলেন তাহা?
আর এসবের মাঝে যেমন পাল্লা দিয়ে গাড়ির দাম চড়ছে, বাড়ছে হোটেলের রুমের দামও। কোনও ভিউ ছাড়া রুমের দাম কখন ৩ কখনও ৪ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।