বিয়ের আয়োজন মানেই বড় বাজেট, জমকালো পোশাক, রাজকীয় ভেন্যু—এটাই প্রচলিত ধারণা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দম্পতি এই প্রথা ভেঙে নিতান্তই সাদামাটা আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরার পরিবর্তে তাঁরা বেছে নেন সাধারণ জিন্স ও শার্ট, নেটপাড়ায় এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্কের ঝড়।
২২ বছরের অ্যামি ব্যারন এবং তাঁর ২৪ বছর বয়সী হান্টার জানুয়ারি মাসে পশ্চিম ভার্জিনিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের লক্ষ ছিল বিবাহের খরচ ১,০০০ ডলারের মধ্যে রাখা। এই বাজেটে ৩০০ ডলার নতুন কাউবয় বুটের জন্য এবং ৪৮০ ডলার ফটোগ্রাফারের জন্য বরাদ্দ করা হয়। অ্যামি নিজেই তাঁর চুল,মেকআপ করেন এবং মিউজিক ও খাবারের ব্যবস্থা করেন। তবে তাঁদের এই পরিকল্পনাকে খুব একটা ভালো চোখে দেখেননি নেটিজেনরা।
কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় বিবাহের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন অ্যামি। ক্যাপশনে ফুটে ওঠে নব দম্পতির নতুন জীবন সূচনার উচ্ছ্বাস ও বিবাহ মুহূর্তের মধুর স্মৃতিচারণের কথা।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সমালোচনার শিকার হন। অনেকে তাঁদের এই টাকা বাঁচানোর পরিকল্পনাটিকে তীব্র নিন্দা জানিয়েছেন। একজন মন্তব্য করেন, “এটি কোনও বিশেষ দিন নয় আর পাঁচটি দিনের মতোই মনে হচ্ছে।" অন্য এক নেটিজেন লেখেন, “এটি অত্যন্ত হতাশাজনক।"
সমালোচনার মুখে পড়ে অ্যামি স্বীকার করেন, এই নেতিবাচক প্রতিক্রিয়া তাঁদের জন্য কষ্টদায়ক ছিল। তিনি বলেন, “পরিকল্পনার সময় সবাই বলেছিল আমরা এই নিয়ে অনুতপ্ত হব, অনেকেই আমাদের সমর্থন করেননি।"
ট্রোলের শিকার হওয়া সত্বেও ব্যারন সিদ্ধান্ত নেন, তাঁরা এই সমালোচনাকে তাঁদের সদ্য বিবাহিত জীবনে প্রভাব ফেলতে দেবেন না এবং নিজেদের সিদ্ধান্তে স্থির থাকবেন। ব্যারন এও জানান, ভাইরাল হওয়ার দরুন তাঁরা ভালোবাসার চেয়ে ঘৃণাই পেয়েছেন বেশি।