Viral News: ৬০ সেকেন্ডে ২৮০টি অঙ্ক। একনাগাড়ে বলে গেল ১০ বছরের একরত্তি। গাণিতিক ধ্রুবক পাইয়ের মান বলেই গিনিসবুকে নাম তুলল ব্রিটেনের আলবার্তো দাভিলা অ্যারাগন। ১৪ মার্চ ছিল বিশ্ব পাই দিবস। পাই এমন একটি গাণিতিক ধ্রুবক দশমিকের পর যার অসীম সংখ্যক অঙ্ক রয়েছে। এই অঙ্কের মধ্যে থেকেই ২৮০টি অঙ্ক মাত্র এক মিনিটে বলে দেখিয়েছে খুদেটি।
আরও পড়ুন - Health Tips: আলু খাওয়া কেন ভালো? রইল ৫ কারণ
হেডমাস্টারের মুখে কেক ছোঁড়া
২০২৪ সালে অ্যালবার্তোর স্কুলে একটি পাইয়ের অঙ্ক বলা নিয়ে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। পুরস্কারও ছিল অভিনব। যে জিতবে সে স্কুলের প্রধান শিক্ষকের মুখে পাই অর্থাৎ কেক ছুঁড়ে মারতে পারবে! কেক ছোঁড়ার এই সুযোগ আর ছাড়েনি খুদে আলবার্তো। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডকে সে বলেছে, প্রতিযোগিতা ঘোষণার পর দিন থেকেই সে প্রস্তুতি নিতে শুরু করে দেয়। সেবারে ১৫০ অঙ্ক মনে রেখে জিতে যায় সে। প্রথম স্থান অর্জনের পর জেদ বেড়ে যায় আরও। এবার ২৮০টি অঙ্ক এক মিনিটে বলে বিশ্ব রেকর্ড গড়ল আলবার্তো।