
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পুজোর সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন কপালে বা গালে ব্রণ হয়েছে, তবে মন খারাপ হতেই পারে। তখন সব মেয়েরই মনে হয় এবার পুরো সাজটাই মাটি! এই অবস্থায় চটজলদি ব্রণ কমানোর ঘরোয়া টোটকা রইল আপনার জন্য।
১. নরম কাপড়ে মুড়ে ওই বরফের টুকরো ব্রণর ওপর আলতো করে চেপে ধরুন। এতে তা ভেতর থেকে শুকিয়ে যাবে। ২০ সেকেন্ড মতো রাখবেন। এটি দিনে দু'বার করা যায়।
২. ঘুমোতে যাওয়ার আগে এক ফোঁটা টি-ট্রি অয়েল ব্রণর ওপর লাগিয়ে নিন। দেখবেন জলদি কমে গিয়েছে।
৩. একটি তুলোর বলে লেবুর রস লাগিয়ে নিন। এবার এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণে লাগান।
৪. এছাড়া এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি সারারাত ব্রণে লাগিয়ে রাখুন। সকালে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫. ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিউনো অ্যাসিড রয়েছে, যা ব্রণের জীবাণু ধ্বংস করে দেয়। ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তা আঙুলের ডগায় করে ব্রণ-র ওপর লাগান। ৪-৫ মিনিট রেখে ধুয়ে নিন।
একইসঙ্গে পুজোয় বেশি তেল-মশলা যুক্ত খাবার খাওয়া হবেই। তাই বেশি করে জল খান। মেকআপের আগে ও পরে ভালো করে মুখ পরিষ্কার করুন। রাতে যত ক্লান্তই থাকুন না কেন, মেকআপ নিয়ে শুতে যাবেন না। তাহলেও দেখবেন মেকআপের সমস্যা অনেকটাই কম হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports