জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারবাহিক জুড়ে এখন টান টান উত্তেজনা। শাড়ি পরা অপর্ণাকে দেখে অবাক আর্যর মা। মেগা জুড়ে এখন অতীতের ছায়া। বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। তার মাঝেই প্রকাশ্যে এল মেগার নতুন প্রোমো। যা দেখে মন খারাপ নেটিজেনদের।
কী দেখানো হয়েছে নতুন প্রোমোয়?
নতুন প্রোমোয় দেখা গিয়েছে মীরা তার প্রিয়জনকে হারিয়ে শোকস্তদ্ধ। মায়ের স্মরণ সভাতেই সকলের সামনে সে জড়িয়ে ধরে আর্যকে। আর্যর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আর্যকে সে বলে, ‘দায়িত্ব নেবে তো আমার? তুমি ছাড়া আমার আর কেউ রইল না।' যদিও তাতে আর্য বেশ অস্থিতেই পড়ে যায়। তবে তাঁদের এই ঘনিষ্ট মুহূর্তের মাঝেই সেখানে অপু অর্থাৎ অপর্ণা এসে পড়ে। সবটা দেখে অপুর মন ভেঙে যায়। কিন্তু তারপরও নিজেকে শক্ত রাখে আর্যর সামনে।
আরও পড়ুন: 'আমি ভাঙব না…', সায়কের দাদার সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতার
কিন্তু অপু নিজেকে ধরে রাখলেও আর্যর তা চোখ এড়ায় না। তাই মীরাকে দূরে সরিয়ে দিয়ে সে অপুর কাছে গিয়ে কিছু বলতে যায়। আর্য বলে, 'অপর্ণা আমি…', কিন্তু তার মুখের কথা শেষ হতে না দিয়েই অপর্ণা বলে, ‘দাঁড়ান স্যার। আপনি আর এগোবেন না। মীরা ম্যামের এখন আপনাকে বেশি প্রয়োজন। তারপর একরাশ অভিমান বুকে জমা করে বাইরে বেরিয়ে এসে ভেঙে পড়ে অপু। তাকে বলতে শোনা যায়, ‘স্যার আমাকে এই ভাবে ঠকালেন।’ তারপর কী হবে? ফের কি ভুল বোঝাবুঝি সরিয়ে একে অপরের কাছাকাছি আসবে আর্য-অপু? তার উত্তর দেবে ‘চিরদিনই তুমি যে আমার’। মেগায় ১৮ ও ১৯ জুলাই দুরন্ত দু'দিন।
আরও পড়ুন: সায়ন্ত অতীত, দেবচন্দ্রিমার জীবনে নতুন শুরু! 'আমার আত্মার টুকরো…' লিখলেন নায়িকা
মেগার নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকরা নানা কমেন্টে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘এখানে আর্যর কোনও দোষ দেখতে পাচ্ছি না, মীরাই তো আর্যর গায়ে ঢলে পড়ছে, সত্যিকারের ভালোবাসার জয় হবে শেষ পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে।’ আর একজন আবার একেবারে তার বিপরীত কথা লেখেন, ‘আমরা শুধু আর্য অপর্ণা বিয়ে দেখতে চেয়েছিলাম। ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখতে চেয়েছিলাম। সেসব কিছু দেখানো হল না। মীরা ইচ্ছে করে অপর্ণা আর আর্য কে আলাদা করে দিল। সিরিয়ালটা পুরো ফালতু হয়ে গিয়েছে। আর এই সিরিয়ালটা আমরা দেখব না। আর পাঁচটা সিরিয়ালের মত এটারও বারোটা বেজে গিয়েছে, আর দেখবো না আমরা।’