চণ্ডীগড় বিমানবন্দরে নব-নির্বাচিত BJP সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। তবে ঘটনা প্রসঙ্গে এক্কেবারেই চুপ গোটা বলিউড। কোনও বলি তারকাকেই এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁকে চড় মারার ঘটনায় বলিউড চুপ থাকায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার চড় কষানোর ঘটনায় মুখ খুললেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে চড় মারারর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশাল।
ঠিক কী বক্তব্য জানিয়েছেন বিশাল দাদলানি?
বিশাল দাদলানি লিখেছেন, CISF মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে, তিনি তাঁর চাকরি নিশ্চিত করতে চান। বিশাল দাদলানি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার একটা ভিডিও শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই CISF কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি ওঁর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’

এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত ওই CISF কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর। জানা যাচ্ছে, ঘটনার পরপরই তাঁকে আটক করা হয়েছিল ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছানোর পরে কঙ্গনা সিআইএসএফ কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করার পরে ওই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
'কেউ ওকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দাও',
কৌরের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর বিশাল ইনস্টাগ্রাম স্টোরিজের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, দুঙ্গানার পক্ষে যাঁরা তাঁদের বলি, তিনি যদি বলতেন যে আপনার মাকে '১০০ টাকায় পাওয়া যায়', তাহলে আপনি কী করতেন? আরও একটা ইনস্টাস্টোরিতে তিনি লেখেন, ‘যদি মিস কৌরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তবে কেউ ওঁর সঙ্গে আমার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবেন প্লিজ। আমি নিশ্চিত করব যে তিনি ভালো জায়গাতেই কাজ পাবেন।’

এদিকে, কঙ্গনা তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় গোটা বলিউডের নিরাবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘সবার চোখ রাফাহ গ্যাংয়ের দিকে, এটা আপনার বা আপনার সন্তানদের সঙ্গেও ঘটতে পারে। আপনি যখন কারও উপর সন্ত্রাসী হামলা উদযাপন করেন, তাহলে নিজেও সেই দিনের জন্য প্রস্তুত থাকুন, এটা আপনার কাছেও ফিরে আসে।’

বিজেপি প্রার্থী হিসাবে ভোটে লড়ে কঙ্গনা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি কংগ্রেসের হেভিওয়েট বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।