কদিন ধরেই ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিয়ো। যা দেখে রীতিমতো চোখ কপালে নেটপাড়ার। কোনো এক বিয়েবাড়ির ভিডিয়ো। আর সেখানে দেখা যাচ্ছে, ভাতকাপড়ের অনুষ্ঠানে বউ নীচু হয়ে প্রণাম করছেন বরকে। এদিকে বর কখনো লাথি, কখনো ঘুষি, কখনো চিমটি কাটছে (ভিডিয়োর সত্যতা যাচই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। হতেই পারে নিয়মের খাতিরেই সবটা করা, মজার ছলেই। কিন্তু প্রশ্ন উঠছে, এরকম নিয়ম মানার আদৌ কি কোনো দরকার আছে?
আরও পড়ুন: ‘একদিন এত নুন হয়েছে, তাও…’! খাচ্ছেন প্রেমে হাবুডুবু, ২য় বউ প্রশ্মিতার রান্না খেয়ে কী করেন অনুপম রায়
দেখা যাচ্ছে, বাড়ির ভিতরেই আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের। বরের গায়ে হলুদ রঙের পাঞ্জাবি, সাদ পাজামা। বউয়ের গায়ে লাল পাড়ের, সাদা রঙের শাড়ি। দেখা গেল, বর ও কনেকে ঘিরে ধরে আছে বাড়ির সকলে। বরের পায়ে রীতিমতো মাথা ঠেকিয়েছেন সেই সদ্য বিবাহিত মহিলাটি।
আরও পড়ুন: মানসী জিতল ইন্ডিয়ান আইডল! ‘স্ক্রিপ্ট ছাড়া সম্ভব হয় না…’, রিয়েলিটি শো ‘রিল না রিয়েল’, বললেন ময়ূরী
আর বর তিনবার লাথি মারলেন বউয়ের পিঠে। তারপর ঘুষি, তারপর চিমটি। আর তা দেখে হেসে গড়িয়ে পড়ছে পরিবারের সকলে। যদিও এসব দেখে রেগে লাল নেটপাড়া। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘যাতে বউ সারাজীবন পায়ের তলায় থাকে?’
আরও পড়ুন: কেউ প্রতি সোমবার করেন ব্রত, তো কারও বুকে ভোলানাথের ট্যাটু, বলিউডে কারা শিবভক্ত?