বিগত কয়েক মাসে বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, প্রযোজকের নামে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এবার আবারও এক অভিনেত্রী এক অভিযোগ আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতার নামে। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে অভিনেতাকে। কোন ইন্ডাস্ট্রিতে ঘটেছে এই ঘটনা?
আরও পড়ুন: ইভেন্টে গিয়ে সোজা জাভেদ আখতারের কান ধরে টেনেছিলেন মিকা সিং! তারপর...?
কী জানা গিয়েছে?
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে সেখানকার ছোট পর্দার অভিনেতা চরিত বালাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে সেই অল্প বয়সী অভিনেত্রীকে কেবল যৌন হেনস্থা নয়, রীতিমত ব্ল্যাকমেল করছিলেন অভিনেতা। আর সেই কারণেই শুক্রবার, ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেতাকে।
রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ এদিন চরিত বলাপ্পাকে গ্রেফতার করেছে। ২৯ বছর বয়সী সেই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এদিন তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ১১৫ ( ২ ), ৩০৮ ( ২ ), ৩৫২, ৩৫১ ( ২ ), ৭৫ ( ১ ) ( i ), ৭৫ ( ১ ) ( ii ) R/w ৩ ( ৫ ) ধারায় মামলা রুজু করা হয়েছে অভিনেতার বিরুদ্ধে।
ডিসিপি পশ্চিম এস গিরিশ এই কেসের বিষয়ে শুক্রবার জানিয়েছেন গোটা ঘটনাটা ঘটেছে ২০২৩ সাল থেকে ২০২৪ এর মধ্যে। গত ১৩ ডিসেম্বর নির্যাতিতা অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানিয়েছেন যে অভিনেত্রী অভিযোগ করেছেন তিনি কন্নড় এবং তেলুগু সিরিয়ালে কাজ করেন সেই ২০১৭ সাল থেকেই। অভিযুক্তের সঙ্গে ২০২৩ সালে তাঁর আলাপ হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে অভিনেতা ক্রমাগত তাঁকে মানসিক ভাবে হেনস্থা করতে থাকেন। দেন খুনের হুমকি। এমনকি শারীরিক ভাবেও তাঁরা ঘনিষ্ট হয়ে ছিলেন বলেও অভিযোগে জানিয়েছেন অভিনেত্রী। তিনি যেহেতু একা থাকতেন সেটারই সুযোগ অভিযুক্ত নিতেন বলেই জানিয়েছেন ২৯ বছর বয়সী অভিনেত্রী।
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
অভিযোগকারিণী জানিয়েছেন অভিযুক্ত তাঁর অর্থ এবং যোগাযোগকে কাজে লাগিয়ে বারবার তাঁকে হুমকি দিতেন জেলে পাঠানোর।