কিছুদিন আগেই জানা গিয়েছে ভেঙে সুরভির সঙ্গে প্রেম। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ফুলকি ধারাবাহিকের প্রাক্তন স্ত্রীকেই মন দিয়েছেন নায়ক। হ্যাঁ, শার্লি মোদকের সঙ্গেই নাকি বর্তমানে চুটিয়ে প্রেম করছেন অভিষেক বসু। এদিন অভিনেত্রীর জন্মদিনে আবেগঘন পোস্টে কী লিখলেন 'ফুলকি'র স্যার?
আরও পড়ুন: 'ভোজপুরি তো হবে না', ইমনের পর এবার শ্রোতার আবদার খারিজ দিব্যাণীর! 'ফুলকি'র তারিফ গর্গর
শার্লিকে নিয়ে কী লিখলেন অভিষেক?
এদিন শার্লি মোদকের জন্মদিনে বেশ কিছু ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তা লিখে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর সহ অভিনেতা অভিষেক বসু। এদিন অভিষেক তাঁর পোস্টে শার্লিকে নিয়ে লেখেন, 'যেভাবে তুমি ভাবনা চিন্তা করো তার জন্য তুমি সুন্ডিয়েন তুমি তোমার ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এবং জেদের জন্য সুন্দর। তোমার চোখে যে ঝলক আছে তার জন্য সুন্দর তুমি। তুমি কষ্টে থাকলেও যেভাবে অন্যদের হাসাতে পারো সেটার জন্য সুন্দর তুমি।'
আরও পড়ুন: কেবল রাজনীতির ময়দানে নামার নয়, এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ! কোন ভয়ে অফার ফেরান সোনু?
এদিন অভিষেক আরও লেখেন, 'না, খালি তুমি লুকসের জন্য সুন্দর নও। তুমি তোমার মন, আত্মার জন্য সুন্দর। রোজকার জীবনে যেভাবে পজিটিভ ভাবনা চিন্তা রাখো, কথা বলো সেটার জন্য সুন্দর। যেভাবে আনন্দ, শান্তি, সাফল্যের কথা ভাবো সেটার জন্য সুন্দর। তুমি এটাই ডিজার্ভ করো। তুমি খুব সুন্দর। হ্যাপি বার্থডে বন্ধু।'
এই পোস্টের সঙ্গে অভিষেক যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে দীপাবলির সময়ের একটি ছবি সহ জিমে কসরত করার ছবি। শার্লি প্রেমিকের এই পোস্টে জবাব দিয়েছেন। লিখেছেন 'ধন্যবাদ বন্ধু। সবটার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
আরও পড়ুন: 'সেটা কখনও ভোলবার নয়', মনমোহন সিংয়ের প্রয়াণে কোন অভিজ্ঞতার কথা মনে করে আবেগঘন হয়ে পড়লেন রূপম?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অভিষেক বসু এবং শার্লি মোদকের প্রেমের গুঞ্জন রটতে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন যতদিন না প্রপার সেটেলমেন্ট হচ্ছে তিনি এই বিষয়ে কিছু জানাবেন না। আপাতত তিনি কাজেই ফোকাস করতে চান।