৫ বৈশাখ, ভাঃ ২৯ চৈত্র, ১৯ এপ্রিল, ৫ বহাগ, সংবৎ ৬ বৈশাখ বদি, ২০ শওয়াল। সূর্য্যোদয় ঘ ৫।১৭, সূৰ্য্যাস্ত ঘ ৫।৫৬। শনিবার, ষষ্ঠী দিবা ঘ ২।১ মিঃ। মূলানক্ষত্র দিবা ঘ ৬।৪২ মিঃ। শিবযোগ রাত্রি ঘ ৯।২৫ মিঃ। বণিজকরণ, দিবা ঘ ২।১ গতে বিষ্টিকরণ, রাত্রি ঘ ২৬ গতে ববকরণ।
জন্মে – ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী কেতুর দশা, দিবা ঘ ৬।৪২ গতে নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী শুক্রের দশা। মৃতে—একপাদদোষ, দিবা ঘ ২।১ গতে দ্বিপাদদোষ। যোগিনী— পশ্চিমে, দিবা ঘ ২।১ গতে বায়ুকোণে। কালবেলাদি ঘ ৬।৫২ মধ্যে ও ১।১২ গতে ২।৪৬ মধ্যে ও ৪।২১ গতে ৫।৫৬ মধ্যে। কালরাত্রি ঘ ৭।২১ মধ্যে ও ৩।৫২ গতে ৫। ১৬ মধ্যে। যাত্রা- নাই, দিবা ঘ ৬।৫২ গতে যাত্রা মধ্যম পূর্ব্বে নিষেধ, দিবা ঘ ১০।২৫ গতে পশ্চিমে দক্ষিণেও নিষেধ, দিবা ঘ ২।১ গতে পুনঃ যাত্রা নাই।।
শুভকৰ্ম্ম—নাই। বিবিধ— ষষ্ঠীর একোদ্দিষ্ট এবং সপ্তমীর সপিণ্ডন।
বীরভূমের মুক্তিয়ার বিখ্যাত শ্রীশ্রীকালী পূজা, (বৈশাখ মাসের প্রথম শনিবার)।
অমৃতযোগ—দিবা ঘ ৯।২২ গতে ১২।৫১ মধ্যে এবং রাত্রি ঘ ৮।১৬ গতে ১০।২৭ মধ্যে ও ১১।৫৬ গতে ১।২২ মধ্যে ও ২।৩ গতে ৩।৩৩ মধ্যে। রাশিফল – মেষ পিতৃবিরোধ। বৃষ সুপরামর্শ লাভ। মিথুন চিত্তবিক্ষেপ। কর্কট বন্ধুবিরোধ। সিংহ পিত্তরোগে কষ্ট। কন্যা পরীক্ষায় সাফল্য। তুলা সন্তানে উদ্বেগ। বৃশ্চিক বন্ধু সমাগম। ধনু প্রাপ্তিযোগ। মকর শিক্ষায় উন্নতি। কুম্ভ ধননাশ। মীন ঋণপ্রাপ্তি। গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা—র১ চ১৯ ম৮ বু২৬ বৃত্ত শু২৫ শ২৫ রা২৬ কে১২।
(সূর্য সিদ্ধান্ত মতে। ঋণস্বীকার: বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা)