ওডিশার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের উপর দিয়ে একটি একটি ঈগলের উড়ে যাওয়া দেখে রীতিমতো হাড়হিম সাধারণ মানুষের। দাবি করা হয় যে, পুরীর মন্দিরের উপর দিয়ে কখনো উড়ে যায় না কোনো পাখি। তবে এবারে দেখা গেল যে, 'পতিতপাবণ' পতাকার মতো দেখতে কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে সেই ঈগল। আর শুধু যেন উড়ছেই না, মন্দিরের চারিপাশ প্রদক্ষিণ করছে! ঘটনাটি শনিবার বিকেল ৫টার সময় ঘটেছে,
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে পাখিটি প্রথমে শ্রী মন্দিরের পশ্চিম দরজার কাছে দেখা যায় এবং কাপড়টি নিয়ে উড়ে যাওয়ার পর মন্দিরের উপরের চূড়ান্ত নীল চক্রের চারপাশে ঘুরে বেড়ায়। তারপর সে পার্শ্ববর্তী সমুদ্রের দিকে উড়ে চলে যায় এবং ধীরে ধীরে দিগন্তে অদৃশ্য হয়ে যায়।
তবে, ইতিমধ্যেই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, ঈগলটি দেখা যাওয়ার সময় মূল পতাকা অক্ষত ছিল, কাপড়টি কোথাকার সেই খোঁজ তাঁদের কাছে নেই। তবে, এখনো পর্যন্ত, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন এই ঘটনা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক মন্তব্য জারি করেনি।
তবে এই ঘটনা রীতিমতো ভয় ধরিয়েছে জগন্নাথ-বিশ্বাসীদের মনে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষত X-এ বিভিন্ন প্রতিক্রিয়া ধরা পড়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যদি সত্যি হয়, তাহলে এটি খুবই অশুভ লক্ষণ। স্থানীয় বিশ্বাস হল যে, এটি ঘটে তখন, যখন ভগবান জগন্নাথ প্রলয় জন্য আসেন। ভগবান দয়া করুন!’
আরেকজন এটিকে জগন্নাথের প্রেরিত ‘আকাশবাণী’ বলে অভিহিত করেছেন। কারও দাবি, মন্দিরে এখন ভক্তির নামে টাকার খেলা চলে পাণ্ডাদের অত্যাচারে। আর সেই কারণেই, স্বয়ংভগবান জগন্নাথ এসেছেন দুষ্টের বিনাশ করতে।
এখন দেখার, এই ঘটনা কি সত্যিই ভবিষ্যতের কোনও অশুভের ইঙ্গিত, নাকি এটা শুধুই প্রচলিত বিশ্বাস! উত্তর লুকিয়ে সময়ে।