মাত্র এক সপ্তাহ হল মুক্তি পেয়েছে জাট। সানি দেওল অভিনীত এই ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। ৮ দিনের মধ্যেই ৬০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে জাট। কিন্তু ১০০ কোটির ক্লাবে প্রবেশের আগেই কী ঘোষণা করলেন সানি দেওল? এই ছবির সিক্যুয়েল আসছে। নতুন মিশনে যাবেন অভিনেতা।
আরও পড়ুন: কুণালকে 'রক্ষাকবচ', প্যারোডি বিতর্কে গ্রেফতার না করার নির্দেশ সহ আর কী বলল বম্বে হাইকোর্ট?
কী ঘটেছে?
এদিন জাট ২ ছবির ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে আনা হয়েছে পোস্টার। এদিন খোদ সানি দেওল সেই ছবির পোস্টার প্রকাশ্যে এনে লিখেছেন, 'জাট এবার নতুন মিশনে।' আর তারপরই সেই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'এবার জাট-ই জাট হবে।' আরেকজন লেখেন, 'মিটার চালিয়ে দাও পাজি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দারুণ দারুণ। অপেক্ষায় রইলাম। কবে আসবে?'
প্রসঙ্গত সদ্যই মুক্তি পেয়েছে জাট। ১০ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। গোপীচাঁদ মালিনেনি ছবিটির পরিচালনা করেছেন। ৮ দিনে ভারতীয় বক্স অফিসে জাট ৫৯ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে।
আরও পড়ুন: আরজি কর আন্দোলনে সামিল হতে 'ফি' হিসেবে ফোন-টাকা নিয়েছেন কিছু সেলেব! বিস্ফোরক দাবি অরিন্দমের
সচনিল্কের তরফে প্রকাশ্যে আনা একটি রিপোর্টে জানানো হয়েছে মুক্তির দিন ছবিটি বক্স অফিসে ৯.৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেটা কিছুটা কমে হয় ৭ কোটি টাকা। কিন্তু উইকেন্ড আসতেই তৃতীয় এবং চতুর্থ দিনে বাড়ে আয়ের পরিমাণ। শনি এবং রবিবার এই ছবিটি যথাক্রমে ৯ কোটি ৭৫ লাখ টাকা এবং ১৪ কোটি টাকা আয় করেছে। সোমবার আয়ের পরিমাণ কিছুটা কমে হয় ৭ কোটি ২৫ লাখ। ষষ্ঠ দিনে অর্থাৎ মঙ্গলবার বক্স অফিসে ছবিটি ৬ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবার সেই আয়ের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। বক্স অফিসে একদিকে যখন জাট দাপট দেখাচ্ছে সেখানে জাট ২ ঘোষণা যে দর্শক এবং অনুরাগী দুই তরফে প্রত্যাশা বাড়াল সেটা বলার অপেক্ষা রাখে না।