ফুটবল মাঠে রেফারির সঙ্গে তর্ক জুড়ে কোচেদেরও লাল কার্ড দেখার ঘটনা ঘটে হামেশাই। ক্রিকেটের মাঠে তেমনটা খুব একটা দেখা যায় না। তবে নিতান্তই যে ক্রিকেটের মাঠে কোচেদের শাস্তি পেতে হয় না, এমনটা নয়। যদিও সেটা নিতান্তই বিরল। এবার আইপিএলে দেখা গেল তেমনই বিরল ছবি। এবার প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেলকে আইপিএলের মঞ্চে শাস্তি দিল বিসিসিআই। মুনাফ এক্ষেত্রে সহস্রবুদ্ধের সঙ্গে তর্ক জড়ানোয় শক্তি প্রদর্শন করেন শক্তি সিং।
আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে বোর্ডের রোষে পড়তে হল টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার মুনাফ প্যাটেলকে, যিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচের ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে শুধু সতর্ক করাই নয়, বরং মুনাফকে রীতিমতো কড়কে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে মোটা অঙ্কের জরিমানা করে বিসিসিআই।
যদিও নির্বাসনের আওতায় পড়তে হয়নি দিল্লির বোলিং কোচকে। তবে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সুতরাং, ফুটবলের ভাষায় বলাই যায় যে, মুনাফ প্যাটেলকে সরাসরি লাল কার্ড না দেখালেও হলুদ কার্ডে সতর্ক করল বিসিসিআই।
মুনাফ প্যাটেলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই। সেই সঙ্গে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। যেহেতু এটি বোর্ডের আচরণবিধি অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধ, তাই ম্যাচ রেফারির সিদ্ধান্তই এক্ষেত্রে শেষ কথা। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ ধারার এই শাস্তিবিধান মেনে নিয়েছেন মুনাফ। তাই ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ছিলেন অক্ষয় টট্রে ও কেয়ুর কেলকর। তৃতীয় আম্পায়ার ছিলেন রোহন পণ্ডিত। চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার ছিলেন অনিশ সহস্রবুদ্ধে। ম্যাচ রেফারি ছিলেন শক্তি সিং।
মুনাফকে দিল্লি বনাম রাজস্থান ম্যাচের মাঝে বাউন্ডারির বাইরে চতুর্থ আম্পায়ার সহস্রবুদ্ধের সঙ্গে তর্ক করতে দেখা যায়। সেই অপরাধের জন্যই ম্যাচ রেফারি শক্তি সিং শাস্তিবিধান করেন দিল্লির বোলিং কোচের।
মুনাফ প্যাটেলর আন্তর্জাতিক কেরিয়ার
মুনাফ প্যাটেল ভারতের হয়ে মোট ১৩টি টেস্ট, ৭০টি ওয়ান ডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৫টি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। অর্থাৎ, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকুল্যে ২২৫টি উইকেট সংগ্রহ করেছেন মুনাফ প্যাটেল।