আইপিএলের মধ্যেই এবার সরগরম মাঠের বাইরের পরিস্থিতি। কয়েকদিন ধরেই টেলিভিশন এবং সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ট্র্যাভিস হেডকে নিয়ে করা উবের ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনের ভিডিয়ো। যেখানে উবেরের হয়ে অভিনয় করতে বা বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যাচ্ছে অজি তারকাকে। সেই ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে কারণ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই বিদেশি ক্রিকেটারের ব্যাটিং দেখতে প্রচুর মানুষ ভালোবাসে। তিনি যে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে থাকেন, তা দর্শকদের ব্যাপক মনোরঞ্জন দিয়ে থাকে। এই আবহেই এবার উবের ইন্ডিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির।
দিল্লি হাইকোর্টে মামলা দায়ের
দিল্লি হাইকোর্টে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উবের ইন্ডিয়া সিস্টেমস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেখানেই তাঁদের স্লোগানের অসৎ ব্যবহার করা হয়েছে এবং অবমাননা করা হয়েছে বলে দাবি করেছে আইপিএলের বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। “Baddies in Bengaluru" নামের বিজ্ঞাপনটি ৫ এপ্রিল রিলিজ হয়েছিল। ইতিমধ্যেই ইউটিউবে তা ১.৩ মিলিয়ন ভিউ পেয়েছে।
আরসিবির নাম ট্রেডমার্ক করা
দিল্লি হাইকোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের কাছে আরসিবির আইনজীবী দাবি করেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটি তাঁদের রেজিস্টার্ড ট্রেডমার্ক করা। আর ‘এ সালা কাপ নামদে ’ তাঁদের স্লোগান, যা কানাডা ভাষি সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয়। তিনি দাবি করেছেন এই অ্যাড তাঁদের ফ্র্যাঞ্চাইজির জন্য অপমানকর এবং ট্রেডমার্ক থাকা সত্বেও অসৎ ব্যবহার করা হয়েছে।
ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগ
এছাড়াও দাবি করা হয় আরিসিবির নামকে ইচ্ছাকৃতভাবে কটুক্তি করার জন্যই রয়্যাল চ্যালেঞ্জড বেঙ্গালুরু করা হয়েছিল। কারণ সানরাইজার্স হায়দরাবাদের কমার্শিয়াল পার্টনার উবের ইন্ডিয়া। আরিসিবির আসল নাম ব্যবহার করা না হলেও, তাঁদের নামকে ইচ্ছাকৃতভাবে অপমানিত করা হয়েছে বলেই দাবি জানায় আইনজীবীরা। আদালতে আরসিবির আইনজীবী বলেন, ‘এই বিজ্ঞাপনকে ইচ্ছাকৃতভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভাবমূর্তি নষ্টের জন্য ব্যবহার করা হয়েছে। ’।
পাল্টা উবেরের পক্ষের আইনজীবী দাবি করেন, ভারতের ক্রিকেটপ্রেমীদের বুদ্ধিমত্তার বিষয়টিকে আরসিবি হেয় করে দেখছে। তাই এই বিজ্ঞাপনের পিছনে যে বুদ্ধিমত্তা এবং মজা রয়েছে, যা ভিউয়াররা উপভোগ করছে সেটাকে মানছে না আরসিবি। তাঁদের এই বিজ্ঞাপনের কারণ বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা। সেখানে প্রচুর যানজটের কারণে যাতে মানুষ দ্রুত নিজের কর্মস্থলে পৌঁছাতে পারে, তাই উবের মটোর তরফে এমন বিজ্ঞাপন করে মানুষকে আকৃষ্ট করার চে্টা করা হয়েছে। ১৩ মের আরসিবি বনাম এসআরএইচ ম্যাচের আগ থেকেই এই বিজ্ঞাপন ছেড়ে দেওয়া হয়েছে।
এরপরই ট্র্যাভিস হেডকে নিয়ে উবের কাউন্সেলের পক্ষ থেকে জানানো হয়, হায়দরাবাদী তকমা নিয়েই হেড এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সেখানে অজি বিশ্বকাপজয়ী কোনওরকম নেতিবাচক চরিত্র নয়। ভিডিয়োতে বলা হয়েছে যে আরসিবিকে রাজকীয়ভাবেই ট্র্যাভিস হেড এবং তাঁর দল আগামী ম্যাচে চ্যালেঞ্জ করবে। এছাড়াও আরসিবির আনা ট্রেডমার্ক নীতি লঙ্ঘনের বিষয়টিও তিনি নাকচ করে দাবি করেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম কোথাও ব্যবহার করা হয়নি, ট্রেডমার্ক রেজিস্টার করা হয়েছে। এক্ষেত্রে হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু নামটি মোটেই আইপিএলের বেঙ্গালুরু দলকে নিয়ে নয় ’।
একঝলকে ভাইরাল ভিডিয়ো-
দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আপাতত রায় স্থগিত রেখেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। মহামান্য বিচারপতি জানান, তিনি বিজ্ঞাপনটিকে খারাপ বলছেন না। তবে যেখানে এই বিজ্ঞাপন ছাড়া হয়েছে সেই ফোরাম বা প্ল্যাটফর্মটি খারা হতে পারে। এরপর উবেরের পক্ষের আইনজীবী বলেন, তাঁদের বিরুদ্ধে আনা এই মামলা একদমই অযৌক্তিক এবং আরসিবির উচিত এমনই মজাদারভাবে এই ধরণের বিজ্ঞাপনের লড়াই করা। আদালতে এসব বিষয় টেনে নিয়ে না আসা। পাল্টা আরসিবির আইনজীবীও বলেন, তাঁদের মজা করা বা মনরোঞ্জন নিয়ে কোনও আপত্তি নেই। তবে আরসিবির নাম টেনে আনার ফলে দলের জন্য তা ঠিক নয় এবং এতে তাঁদের ক্ষতি ফ্র্যাঞ্চাইজির ক্ষতি হতে পারে, তাই এই ধরণের বিজ্ঞাপন মেনে নেওয়া যায় না।