ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা ঘর। যত দ্রুত হয়, সবাই বেরিয়ে পড়ছে ঘর ছেড়ে। কিন্তু এর মধ্যেই অদ্ভুতভাবে দাঁড়িয়ে একটি যুবক। নাহ, সেও পালাতে চায়। তারও প্রাণভয় আছে। কিন্তু যে মানুষটি হাঁটতে, চলতে পারে না, তাকে তো একা ফেলে চলে যাওয়া যায় না। আর তাই তার জন্য অপেক্ষা করে গেল ওই যুবকটি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো।
আরও পড়ুন - ‘বাড়ির লোক জানতে পারলে…’ দোষ ঢাকতে পাসপোর্টের পাতা ছিঁড়ে শ্রীঘরে গেলেন ইনি
একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, থাইল্যান্ড, আফগানিস্তানের মতো দেশগুলি। তার মধ্যেই ভাইরাল এই ভূমিকম্পের ভিডিয়ো। কবে, কোথায় এটি তোলা, তা জানা যায়নি। তবে ভিডিয়োতে দেখা যায়, যুবকটি বিশেষভাবে সক্ষম অন্য একটি যুবককে কাঁধে তুলে নিয়ে তবেই ঘর থেকে বেরোচ্ছে। যুবকটির এহেন মানবিকতা দেখে স্বভাবতই মুগ্ধ নেটিজেনরা। তাঁদের কথায়, এমন দৃশ্য বিরল। এখনও তাহলে মানবিকতা বেঁচে আছে!