লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর বিরোধিতায় সরব হয়েছেন পুরুষ যাত্রীদের একাংশ। গত কয়েকদিন ধরে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় বেশ কয়েকটি জায়গায় এর প্রতিবাদে বিক্ষোভ অবরোধ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে ট্রেনে সাধারণ কামরা বাড়াতে হবে। তবে সেই দাবি মানতে রাজি নয় রেল। কর্তৃপক্ষের যুক্তি, মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধির কারণে মহিলাদের জন্য একটি কামরা বাড়ানো হয়েছে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। (আরও পড়ুন: 'এতদিন বন্ধ ছিল সব হিন্দু দোকান', ধুলিয়ানে হিংসার আট দিন পর কাজে ফিরলেন শিবা)
আরও পড়ুন: ট্রেনের কামরা বাড়াতে হবে, শিয়ালদা দক্ষিণ শাখায় অব্যাহত রইল রেল অবরোধ
আগে ১২ কোচের লোকালে দুটি মহিলা কামরা ছিল। তবে কিছুদিন আগেই সেই সংখ্যা বাড়িয়ে তিনটি করা হয়েছে। তার প্রতিবাদে এর আগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ রেল অবরোধ করেছেন যাত্রীরা। বুধবার শিয়ালদা বিভাগের লক্ষীকান্তপুর শাখায় একাধিক স্টেশনে বিক্ষোভ অবরোধ করেন যাত্রীরা। বৃহস্পতিবারও যাত্রীদের বিক্ষোভ অব্যাহত থাকে। শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখার উত্তর রাধানগর হল্ট এবং মগরাহাট স্টেশনে সকাল থেকে বিক্ষোভ করেন যাত্রীরা। কয়েকঘণ্টা পর অবরোধ ওঠে। পরে হোটর স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে ওভারহেড তারে কলাপাতা ফেলায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। ধামুয়া স্টেশনেও বিক্ষোভ অবরোধের জেরে বহু ট্রেন বাতিল করা হয়। সমস্যায় পড়েন অন্যান্য যাত্রীরা। (আরও পড়ুন: চিকেনস নেকের খুব কাছেই বাংলাদেশের মাটিতে নির্মাণ কাজে হাত লাগাচ্ছে চিন: রিপোর্ট)
আরও পড়ুন: ওয়াকফ হিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদায় কমিশন, শশী পাঁজা বললেন…
যদিও আগে রেলের তরফে জানানো হয়েছিল যে আগে ট্রেনের ৯টি কোচ ছিল। এখন তা বেড়ে হয়েছে ১২টি। ফলে কোনওভাবেই সাধারণ যাত্রীদের জন্য কামরা কমেনি, বরং বেড়েছে। যদিও বিক্ষোভকারী যাত্রীদের বক্তব্য, ওই শাখায় দীর্ঘদিন ধরে ১২ কোচের ট্রেন চলছে। তারপরেও ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয়। তবে মহিলাদের জন্য তিনটি কামরা করায় সাধারণ কামরার সংখ্যা কমেছে। ফলে যাত্রীদের সমস্যা হচ্ছে।
ডিআরএম জানিয়েছেন, গত কয়েক বছরে মহিলা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাঁদের যাতায়াতে বিশেষ করে ট্রেনে ওঠানামা সমস্যা হচ্ছিল। অনেক ক্ষেত্রে ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল। এইসব দিক দিয়ে বিবেচনা করি মহিলা যাত্রীদের জন্য কামরা বাড়ানো হয়েছে। কোনওভাবেই মহিলা কামরা কমানো যাবে না বলেই জানিয়ে দেন তিনি। তবে কোথাও ভিড়ের জন্য যাত্রীদের সমস্যা হলে অতিরিক্ত ট্রেনের কথা বিবেচনা করা যেতে পারে বলে তিনি জানান। একইসঙ্গে, শিয়ালদা উত্তর এবং মেন শাখায় ৬ জোড়া মাতৃভূমি লোকাল চলে। সেক্ষেত্রে ট্রেনে ভিড় কম থাকলে সাধারণ যাত্রীদের জন্য সেখানে কয়েকটি কামরা নির্দিষ্ট করা যায় কিনা তা ভেবে দেখা হবে। তবে অফিসের ব্যস্ত সময়ে ভিড়ের কথা মাথায় রেখেই মহিলা যাত্রীদের জন্য মাতৃভূমি চালানো হয়। ফলে চাহিদার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।