
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি-র রিপোর্ট সামনে আসে প্রতি বৃহস্পতিবারে। আর সিরিয়াল-প্রেমী মানুষগুলোও অধীরে অপেক্ষা করে থাকেন কোন ধারাবাহিক কেমন ফল করছে তা জানতে। গত সপ্তাহে যেমন সকলকে চমকে দিয়ে টিআরপি টপারের স্থান নিয়ে নিয়েছিল ফুলকি। যা এই ধারাবাহিকের ক্ষেত্রে প্রথমবার বেঙ্গলটপার হওয়া। তবে সপ্তাহ বদলাতেই উলটে গেল হিসেব নিকেশ।
৮.৩ পেয়ে ফের একবার বেঙ্গল টপারের স্থান দখলে নিয়ে নিল জগদ্ধাত্রী। একটুর জন্য অবশ্য টপারের পজিশন হাতছাড়া হল নিম ফুলের মধু-র। প্রাপ্ত নম্বর ৮.২। আপাতত সৃজন আর পর্নার কাছাকাছি আসা ফাটিয়ে উপভোগ করছে দর্শক। আশা করা যাচ্ছে, সামনের কয়েক সপ্তাহেও এভাবেই উপরে থাকবে রুবেল-পল্লবীর মেগা।
দিনদিন যেন অবস্থা খারাপ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। এবারেও ছিটকে গেল সেরা পাঁচ থেকে। একই হাল কার কাছে কই মনের কথা-রও। দর্শকের দাবি, এই দুই ধারাবাহিকের লেখনীই দিনদিন একঘেয়ে ঠেকছে তাঁদের কাছে।
নতুন শুরু হওয়া ধারাবাহিক হিসেবে বরং বেশ ভালো ফল করল কথা। গড়ে কথা আর তুঁতের নম্বর ধরলে আসছে ৭.১। তবে আগামী সপ্তাহগুলোতে বোঝা যাবে জগদ্ধাত্রীর কতটা সমকক্ষ হয়ে উঠতে পারে এই সিরিয়াল।
প্রথম: জগদ্ধাত্রী (৮.৩)
দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)
তৃতীয়: ফুলকি (৭.৯)
চতুর্থ: গীতা এলএলবি (৭.৮)
পঞ্চম: কথা/ তুঁতে (৭.১)
ষষ্ঠ: তোমাদের রাণী (৭.০)
সপ্তম: কার কাছে কই মনের কথা/ সন্ধ্যাতারা/ অনুরাগের ছোঁয়া (৬.৭)
অষ্টম: Love বিয়ে আজকাল (৬.৩)
নবম: রাঙা বউ/ জল থই থই ভালোবাসা (৬.১)
দশম: তুমি আশেপাশে থাকলে (৫.৭)
এই সপ্তাহেই শেষ টিআরপি এল ধারাবাহিক রাঙা বউ-এর। হঠাৎই এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল। যা বিষ্ময়কর ঠেকে অনেক দর্শকের কাছেই। শেষেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখলেন শ্রুতি আর গৌরব মানে কুশ আর পাখি। টিআরপি রেটিংয়ে রয়েছে এটি নয় নম্বর পজিশনে। পেয়েছে ৬.১।
চলতি সপ্তাহে শেষ টিআরপি আসে গাঁটছড়া-রও। কিন্তু এই মেগা শেষ সপ্তাহেও দর্শক টানতে পারল না সেভাবে। পেয়েছে মাত্র ৩.১।
এদিকে অপরাজিতা আঢ্যর জল থই থই ভালোবাসার টিআরপিও বেশ কমছে ধীরেধীরে। সেদিক থেকে গীতা এলএলবি কিন্তু রয়েছে বেশ ভালো পজিশনে। নতুনদের মধ্যে আলোর কোলে (৫.১) ধারাবাহিকও পারছে না সেরা দশে ঢুকতে।
৳7,777 IPL 2025 Sports Bonus