চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিং-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন জিৎ। পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির হাত ধরে বহুদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ। তবে এই ছবিতে আর কে কে অভিনয় করছেন সেটা জানা যায়নি।
তবে এবার জানা গেল, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে জিতের সঙ্গে অভিনয় করতে চলেছেন টোটা রায় চৌধুরী। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। সংবাদ প্রতিদিনকে অভিনেতা জানিয়েছেন তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত বিবরণ।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
টোটা রায় চৌধুরী বলেন, ‘ছবিটি চিত্রনাট্য শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। আমাকে যে চরিত্র দেওয়া হয়েছে, সেটি বেশ শক্তিশালী। অনেক কিছু করার আছে। শুধু তাই নয়, এই চরিত্রে অভিনয় করার জন্য শারীরিক ক্ষমতাও প্রয়োজন। এছাড়া পথিকৃৎ-এর সঙ্গে আমার কাজ করার ইচ্ছে ছিল অনেক দিনের।’
অভিনেতা আরও বলেন, ‘শুধু পরিচালক নন, এই ছবির প্রযোজক প্রদীপবাবুর চিন্তা ভাবনাও আমার ভীষণ ভালো লেগেছে। একটি সিনেমাকে কীভাবে মার্কেটিং করতে হবে সেটা তিনি খুব ভালো করে জানেন। সব থেকে বড় কথা জিৎ আমার খুব ভালো বন্ধু। তবে একসঙ্গে কোনওদিন কাজ করা হয়নি। এবার সেই সুযোগ এসেছে।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
প্রসঙ্গত, এই ছবিতে টোটা অভিনয় করবেন দুর্গা রায়ের চরিত্রে। চরিত্রটি অর্থাৎ দুর্গা রায় অনন্ত সিংহের চিরশত্রু। যদিও নেতিবাচক অর্থে নয়, একজন আইন রক্ষক হিসাবেই তিনি অনন্ত সিংহের প্রতিপক্ষ হয়ে ওঠেন।
শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হবে ছবির কাজ। এই সিনেমায় মেক আপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। তবে জিৎ এবং টোটা ছাড়া আর কে কে এই ছবিতে থাকবেন সেটা এখনও জানা যায়নি।